নয়াদিল্লি: ভারতের স্বাধীনতা দিবস। সেইদিনই আয়োজিত রাম কথা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে  আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠান। সেখানে যোগ দিয়েছিলেন UK-এর প্রধানমন্ত্রী ঋষি সুনক। সেখানেই তাঁর একটি বক্তব্য এখন ভাইরাল। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, একজন হিন্দু হিসেবে এসেছি।'


UK-এর প্রথম ভারতীয় বংশোদ্ভুত প্রধানমন্ত্রী ঋষি সুনক। যাঁর শিকড় রয়েছে পঞ্জাবের মাটির সঙ্গে, তিনি নিজে হিন্দু ধর্মাচরণের সঙ্গে যুক্ত। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঋষি সুনক বলেন, 'ভারতের স্বাধীনতা দিবসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মোরারি বাপুর রাম কথা অনুষ্ঠানে যোগ দিতে পারা অত্যন্ত সম্মানের। আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, একজন হিন্দু হিসেবে এসেছি।'


ঋষি সুনক জন্মেছেন সাউদাম্পটনে, সেখানেই বেড়ে ওঠা। সেই অর্থে ভারতের সঙ্গে কোনও যোগাযোগ নেই। কিন্তু UK-এর প্রথম অ-শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাঁকে ঘিরে ভারতীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। 


ওই দিনের অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরু ঋষি সুনককে স্বাগত জানিয়ে বলেন, 'ভগবান হনুমান আপনার মঙ্গল করুন, আশীর্বাদ করুন। ব্রিটিশরা তার ফল পাক।'


ধর্মবিশ্বাসের কথা উঠে এসেছ ঋষি সুনকের (Rishi Sunak) বক্তব্য়েও। তিনি বলেন, 'ধর্মীয় বিশ্বাস খুবই ব্যক্তিগত বিষয়। আমাকে জীবনের নানা পদে এটিই দিকনির্দেশ করে। প্রধানমন্ত্রী হওয়া খুব সম্মানের। কিন্তু এটা সহজ কাজ নয়। কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কঠিন সিদ্ধান্তের সামনাসামনি হতে হয়। আমার বিশ্বাস আমায় সাহস, শক্তি জোগায়।'


 






তাঁর কাজের ডেস্কে রয়েছে সোনালি রঙের একটি গণেশের মূর্তি, বক্তব্য রাখতে গিয়ে এই কথাও জানান তিনি। ছোটবেলার মন্দির যাওয়ার স্মৃতিচারণও করেন তিনি।  ঋষি সুনককে বলতে শোনা যায়, 'বড় হয়ে ওঠার সময় আমি স্থানীয় মন্দিরে যেতাম। সেই স্মৃতিও আমার রয়েছে। আমার বাবা-মা এবং পরিবারের বাকিরা পুজো-আরতির আয়োজনও করতেন।' তিনি আরও বলেন, 'ভগবান রামের থেকে আমি সবসময় উৎসাহ পাই। জীবনে সবরকম চ্য়ালেঞ্জ মোকাবিলা করার সাহস, নিঃস্বার্থ ভাবে কাজ করার উৎসাহ পাই।' নিজের বক্তব্য শেষ করেন শ্রী রামের নাম করে, যোগ দেন আরতিতেও। 


আরও পড়ুন: লাগাতার ভারী বর্ষণে ধস, হড়পা বান, মেঘভাঙা বৃ্ষ্টিও, প্রায় ১০০০০ কোটির ক্ষয়ক্ষতি, একসপ্তাহে হিমাচলে মৃত ৬০