পটনা : পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তা তিনি মিটিয়ে নেবেন। দলীয় নেতাদের উদ্দেশে এমনই বার্তা দিলেন RJD প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদব। বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর ফল ঘোষণা হতেই লালু-কন্যা রোহিণী আচার্যর একটি পোস্টকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের সূত্রপাত। পুত্র তেজস্বী যাদবের সঙ্গে রোহিণীর সম্পর্কের নানা টানাপোড়েনের কথা সামনে আসছে। যা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। এমনকী পরিবারের এই পরিস্থিতিতে লালুর বাকি মেয়েদের কয়েকজনকে পটনা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিতেও দেখা যায়। পারিবারিক এই টানাপোড়েনের আবহে এনিয়ে প্রথম মন্তব্য করলেন লালু। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, RJD-র নিবনির্বাচিত বিধায়কদের নিয়ে পটনায় এক বৈঠকে RJD সুপ্রিমো বার্তা দেন, "এটা পারিবারিক অভ্যন্তরীণ বিষয় এবং পরিবারের মধ্যেই তা মেটানো হবে। বিষয়টা মেটানোর জন্য আমি আছি।" বৈঠকে RJD-র সিনিয়র নেতারা ছাড়াও, লালু-পত্নী রাবড়ি দেবী, বড় মেয়ে মিসা ভারতী ও জয়দানন্দ সিংরা উপস্থিত ছিলেন। সেখানেই দলের পরিষদীয় নেতা বেছে নেওয়া হয় তেজস্বীকে। তেজস্বীর প্রশংসা করে লালু বলেন, বিহার নির্বাচনের জন্য "কঠোর পরিশ্রম করেছে ও।" প্রসঙ্গত, ২৪৩ আসন-বিশিষ্ট বিধানসভা নির্বাচনে ২৫টি আসন পেয়েই থামতে হয়েছে RJD-কে। ২০১০ সালের পর যা সবথেকে খারাপ পারফরম্যান্স দলের। সূত্রের খবর, লালু বলেন, দলকেই তেজস্বীই এগিয়ে নিয়ে যাবে।
বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ RJD-র ভরাডুবির পর থেকে ফাটল চওড়া হচ্ছে লালু প্রসাদ যাদবের পরিবারে। ভোটের ফল বেরনোর পরদিনই বিস্ফোরণ মন্তব্য করেছিলেন লালু-কন্যা রোহিণী আচার্য। রাজনীতি ছেড়ে দেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার কথা এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছিলেন তিনি। এক হ্যান্ডেলে লালু-কন্যা লেখেন, 'আমি রাজনীতি ছাড়ছি এবং আমি আমার পরিবারকে অস্বীকার করছি। সঞ্জয় যাদব এবং রমিজ আমাকে এটাই করতে বলেছেন এবং আমি সমস্ত দোষ নিচ্ছি।'
এরপর RJD প্রেসিডেন্টের আরও চার মেয়ে রাজলক্ষ্মী, রাগিনী, হেমা ও চন্দা নীরবে তাঁদের সন্তানদের নিয়ে পটনার বাড়ি ছাড়েন। তাঁরা দিল্লির উদ্দেশে রওনা দেন। অনেকে মনে করছেন, বিহারের রাজনীতিতে সবথেকে প্রভাবশালী পরিবারে দূরত্ব বাড়ছে সম্পর্কের। পরিবার নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিতে দেখা যায় রাজলক্ষ্মী, রাগিনী ও চন্দাকে। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর। অন্যদিকে, হেমা যাদবকেও দিল্লি যেতে দেখা যায়, সংবাদ সংস্থা PTI সূত্রের খবর। গত কয়েক দিন ধরে পরিবারে যা চলছে তা নিয়ে তাঁরা বিরক্ত বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর।