পটনা: আজ নীতীশকুমারের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ অনুষ্ঠানে থাকছেন না তেজস্বী যাদব। বিহারের সাম্প্রতিক বিধানসভা ভোটে জনমত এনডিএ-র বিরুদ্ধে গিয়েছে বলে সওয়াল করে তেজস্বীর দল আরজেডি ট্যুইট করেছে, তারা শপথ অনুষ্ঠান বয়কট করছে। আজ বিকাল সাড়ে চারটেয় পটনায় টানা চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নীতীশের। রবিবার সকালে এনডিএ শরিকরা বৈঠকে বসে তাঁকে জোটের পরিষদীয় দলনেতা বাছাই করে।


কিন্তু শপথ গ্রহণের কয়েক ঘন্টা আগে আরজেডি জানায়, শপথগ্রহণ বয়কট করছে তারা। রাজ্যে মানুষ এনডিএর বিরুদ্ধে বদলের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সেই জনমত বদলে ফেলা হয়েছে ‘সরকারি আদেশবলে’। রাজ্যের বেকার যুবক, চাষি, চুক্তিবদ্ধ শ্রমিক, শিক্ষকদের কাছে জানতে চান, তাঁদের সঙ্গে কী হচ্ছে। আমআদমি এনডিএ-র জালিয়াতি, প্রতারণায় ক্ষুব্ধ। আমরাই জনগণের প্রতিনিধি, তাঁদের পাশে রয়েছি।
সদ্য হওয়া বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ ২৪৩ আসনবিশিষ্ট সভায় ১২৫টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিজেপি নীতীশ কুমারের জেডি (ইউ) এর সঙ্গে জোট গড়ে ভোটে লড়ে ৭৪টি আসন পেয়েছে। জেডি (ইউ)য়েক গতবারের চেয়ে আসন কমে হয়েছে ৪৩। ৮টি পেয়েছে আরও দুই এনডিএ শরিক।
আরজেডি একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে ৭৫টি আসন পেয়ে। কংগ্রেস ৭০টি আসনে লড়ে জিতেছে মাত্র ১৯টিতে।