চলতি মাসের ৩০ তারিখ অবসর নিচ্ছেন বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। তাঁর অবসরের দিনই প্রধানের পদে অভিষেক হবে উপ-প্রধান ভাদুড়িয়ার। প্রসঙ্গত, এই ভাদুড়িয়াই হলেন সেই বায়ুসেনা অফিসার, যিনি ৫৯ হাজার কোটির রাফেল চুক্তির মধ্যস্থতা করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “এয়ার মার্শাল আর কে এস ভাদুড়িয়া ১৯৮০ সালে ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে বায়ুসেনার বিভিন্ন স্তরে তিনি নেতৃত্বে দেন।” প্রধান পদে স্থলাভিষেক না হলে ৩০ সেপ্টেম্বর অবসর নিতেন ভাদুড়িয়া। তবে সরকার তার ক্ষমতা বলেই অবসর গ্রহণের দিনই তাঁকে বায়ুসেনার প্রধান পদে নিযুক্ত করতে চলেছে, যা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। প্রধান হওয়ার দৌড়ে ছিলেন আরও দুই এয়ার মার্শাল -- বি সুরেশ এবং আর নাম্বিয়ার। বায়ুসেনা প্রধান নির্বাচন সাধারণত সিনিয়রিটি দেখেই হয়ে থাকে। এই প্রথা দীর্ঘদিনের। এবারও সেই প্রথা মেনেই বায়ুসেনা প্রধান নির্বাচন করল কেন্দ্র। যদিও সেনাপ্রধানের নিয়োগের ক্ষেত্রে এই প্রথা ভেঙেছিল এনডিএ সরকার। সিনিয়রিটির দিক থেকে ছোট হলেও মনোহর পর্রীকর প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন সেনাপ্রধান হয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত।