ওয়াশিংটন: বিমানের সিঁড়ি বেয়ে উপরে উঠছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মুহূর্তের এক ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিশ্বব্যাপী প্রেসিডেন্ট ট্রাম্পের এই ছবি নিয়ে চর্চা চলছে। কারণ, এই ছবিতে দেখা যাচ্ছে ট্রাম্পের ব্যাক পকেট থেকে উঁকি দিচ্ছে ডলার। তাহলে কী মার্কিন প্রেসিডেন্ট ওয়ালেট ব্যবহার করেন না? উত্তর, আজ্ঞে হ্যাঁ, তিনি ওয়ালেট ব্যবহার করেন না। ডোনাল্ড ট্রাম্প কোনও ওয়ালেট ব্যবহার করেন না। আর সেকথা নিজেই শিকার করলেন ডোনাল্ড ট্রাম্প।


এক সাংবাদিকের প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন, “দীর্ঘদিন ধরে আমি ক্রেডিট কার্ড ব্যবহার করছি না। সেকারণেই ওয়ালেট ব্যবহার করা হয় না। তাছাড়া আমি হোটেলে টিপস দিতে পছন্দ করি। সেকারণেই সামান্য কিছু ডলার নিজের সঙ্গে রাখি।”


এরপরই সাংবাদিকের উদ্দেশে তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি হিসেবে হয়ত এটা আমার করার কথা নয় (টিপস দেওয়া), কিন্তু আমি ব্যক্তিগতভাবে হোটেলে টিপস দিতে পছন্দ করি।” একইসঙ্গে এই ছবি যে চিত্রগ্রাহকের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছে, তাঁকে সাধুবাদ দিয়ে ট্রাম্প বলেন, “বালক, এটা ভাল ছবি। আমার এই ছবির একটা কপি চাই।”