ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সাত সকালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা। চারটি গাড়ির সংঘর্ষে আহত কমপক্ষে ৫ জন। মৃত্যু হয়েছে একজনের। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নিউ আলিপুর থেকে ছোট ট্যুরিস্ট বাসে চড়ে তাজপুর যাচ্ছিলেন জনাদশেক পর্যটক। টোল প্লাজার কাছে বাসটি দাঁড়িয়েছিল। একদম পিছনে থাকা একটি ট্রেলার সামনে দাঁড়ানো একটি ট্রেলারকে ধাক্কা মারে। তার জেরে দ্বিতীয় ট্রেলারটি সামনে থাকা গাড়িটিকে ধাক্কা মারায় সেটি ধাক্কা মারে বাসে। দ্রুত ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, পিছনের ট্রেলারটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে। এর জেরে কিছুক্ষণের জন্য টোল প্লাজায় যানজট তৈরি হয়।
জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ট্রাভেলার বাস, প্রাইভেট কারকে, পিছন থেকে ধাক্কা মারে একটি পণ্য বোঝাই ট্রেলার। ওই প্রাইভেট কারে ছিলেন চার জন যাত্রী। ওই গাড়ির ১ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রত্যেককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন পণ্য বোঝাই ট্রেলারের চালক। কিন্তু তাঁকে ধরে ফেলে পুলিশ। পণ্য বোঝাই ট্রেলারের চালককে আটক করেছে হেস্টিংস থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনা? ওই চালককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা পুলিশের।
শহরের দু’প্রান্তে দু’টি দুর্ঘটনা। প্রাণ গেল এক মহিলা-সহ দুই নাগরিকের। আহত আরও ছয়। শনিবার কাকভোরে দ্বিতীয় হুগলি সেতুতে পরপর একাধিক গাড়ির সংঘর্ষ হয়। মৃত্যু হয় কলকাতার নেতাজিনগরের বাসিন্দা বছর চৌষট্টির এক ব্যক্তির।
আহত হয়েছেন আরও ৫ জন। পুলিশ সূত্রে খবর, ভোর সোওয়া পাঁচটা নাগাদ টোল প্লাজার কাছে দাঁড়িয়েছিল একটি ট্রেলার। তখন পিছন থেকে এসে আরেকটি ট্রেলার সেটিকে ধাক্কা মারে। এরপরেই দাঁড়িয়ে থাকা ট্রেলারটি সামনের আরও দুটি গাড়িকে ধাক্কা মারে। আহত ৬ জনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে হেস্টিংস থানার পুলিশের অনুমান, সবার পিছনে থাকা কন্টেনার বোঝাই ট্রেলারটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর হাওড়ামুখী লেনের একাংশ প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকে।
এদিকে, দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনার আগে ইএম বাইপাস সংলগ্ন রুচিরা আবাসনের সামনেও আরেকটি দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে তিনটেয় সিলিন্ডার বোঝাই লরির ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়েন স্কুটার আরোহী এক মহিলা। এরপরই লরিটি পিষে দেয় তাঁকে। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় পূর্ব যাদবপুরের মুকুন্দপুরের বাসিন্দা মনিকা সরকারের। দুর্ঘটনায় আহত হয়েছেন স্কুটার চালকও। তদন্ত শুরু করেছে লালবাজারের ফ্যাটাল স্কোয়াড।