উন্নাও, উত্তরপ্রদেশ: হাইওয়ের উপর ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু একাধিক যাত্রীর। আহত বহু। মৃত্যুর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।


উত্তরপ্রদেশের উন্নাওতে (Unnao) লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের (Agra-Lucknow Expressway ) উপরে বুধবার সকালে দুর্ঘটনা ঘটেছে। একটি ডবল-ডেকার বাস বিহারের সীতামারহি থেকে দিল্লি আসছিল। ওই এক্সপ্রেসওয়ের উপরে আজ সকালে যাত্রীবোঝাই বাসটি (Bus Accident) ধাক্কা মারে একটি দুধের ট্যাঙ্কারের পিছনে। পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৮ জনের। মৃতদের মধ্যে ৩ মহিলা ও এক শিশু রয়েছে। এখনও পর্যন্ত ১৯ জনের জখম হওয়ার খবর মিলেছে।


সংঘর্ষের অভিঘাত (Agra - Lucknow Expressway) না কি এতটাই ছিল যে বাস থেকে ছিটকে এসে বাইরে পড়েছেন যাত্রীদের অনেকে। যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে আহত, নিহতরা। দুমড় মুচড়ে গিয়েছে বাসটি। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু হয়েছে। এএনআই সূত্রের খবর, এদিন ভোর পাঁচটা পবেজে ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। Behtamujawar থানা এলাকার মধ্যে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনাটি ঘটেছে।  দুর্ঘটনার খবর থেকে দ্রুত এলাকা পৌঁছয় পুলিশ, তাঁরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতদের দেহও উদ্ধার করেছে পুলিশ।             


 






এনডিটিভি সূত্রের খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) এই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দ্রুত পদক্ষেপ করতে এবং আহতদের ঠিকমতো চিকিৎসা ব্যবস্থা করার জন্য।         


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: সাতসকালে কেঁপে উঠল মাটি! আতঙ্কে ঘর থেকে বাইরে বাসিন্দারা, কোথায়?