পাশেই চাউমিন খেয়ে হরিপালে সোনার দোকান লুঠ করল দুষ্কৃতীরা, বাধা দেওয়ায় মালিক গুলিবিদ্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Feb 2020 10:09 AM (IST)
স্থানীয় বাসিন্দাদের দাবি, লুঠের আগে কাছেই একটি দোকানে বসে তারা চাউমিন খায়। এরপর বোমা ছুঁড়তে ছুঁড়তে সোনার দোকানে ঢুকে পড়ে।
হুগলি: ফের সোনার দোকানে ডাকাতি, এবার হুগলির হরিপালে। বাধা দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। অভিযোগ, গতকাল রাত ৮টা নাগাদ হরিপালের পাঁটরা গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে একটি সোনার দোকানে হানা দেয় ৫-৬ জন সশস্ত্র দুষ্কৃতী। স্থানীয় বাসিন্দাদের দাবি, লুঠের আগে কাছেই একটি দোকানে বসে তারা চাউমিন খায়। এরপর বোমা ছুঁড়তে ছুঁড়তে সোনার দোকানে ঢুকে পড়ে। বাধা দেওয়ায় দোকান মালিক বিমল সাঁতরাকে প্রথমে কোপানো হয়। এরপর তাঁকে গুলি করে ডাকাতরা। লুঠপাট চালিয়ে হেঁটেই এলাকা ছাড়ে তারা। ব্যবসায়ীর পাঁজরে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে হরিপাল থানার পুলিশ।