সাংহাই: সাংহাইয়ের বিলাসি হোটেলে অর্ডার করেছিলেন কফির। ভাবতেও পারেননি এমনটা ঘটতে পারে। নির্ধারিত সময়ে এক পেয়ালা কফিও এল। কিন্তু যিনি কফি আনলেন, তাঁকে দেখে তাজ্জব গ্রাহক! মনুষ্যপ্রজাতির কেউ নয়, কফি আনল এক রোবট। ঠিক যেন সিনেমা! ট্যুইটারে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন জনৈক ব্যক্তি।

ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ১০ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। ২৮ হাজারেরও বেশি লাইক পেয়েছে ভিডিওটি। রিট্যুইটও হয়েছে ৬ হাজার বার।
কমেন্টের বন্যা বয়ে গেছে। কেউ কেউ তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বলেছেন কমেন্টে। কেউ আবার জিগ্যেস করে বসেছেন, রোবট ঘরের বেল বাজালো কীভাবে!