ছাঁটাই করছে কোম্পানি, আত্মহত্যা করে বেকারত্বের হাত এড়ালেন হায়দরাবাদের এই তথ্যপ্রযুক্তি কর্মী
ABP Ananda, Web Desk | 21 Nov 2019 02:30 PM (IST)
স্থানীয় রাইদুরগাম পুলিশ স্টেশন জানিয়েছে, ২৪ বছরের ওই তরুণীর নাম হারিণী, থাকতেন স্থানীয় একটি হোস্টেলে।
হায়দরাবাদ: কোম্পানি যাঁদের চাকরি খেতে চলেছে, তাঁদের মধ্যে তাঁর নামও রয়েছে। মানসিক যন্ত্রণা আর অবসাদ এড়াতে না পেরে হায়দরাবাদের এক তথ্যপ্রযুক্তি কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। হোস্টেলের সিলিং ফ্যান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় রাইদুরগাম পুলিশ স্টেশন জানিয়েছে, ২৪ বছরের ওই তরুণীর নাম হারিণী, থাকতেন স্থানীয় একটি হোস্টেলে। ২ বছর ধরে একটি সফটওয়্যার সংস্থায় কর্মরত ছিলেন তিনি। কোম্পানি তাঁর নাম ছাঁটাইয়ের তালিকায় রেখেছে শুনে হারিণী হতাশায় ভুগতে থাকেন, এ ব্যাপারে কথাও বলেন ভাইয়ের সঙ্গে। এরপর বুধবার উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে পুলিশ। হারিণীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।