তেল আভিভ: ফের রণক্ষেত্র গাজা (Gaza Strip)। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে আকাশপথে তীব্র হামলা চালায় ইজরায়েল (Israel Attacks Gaza) যার পরতে পরতে একটাই বার্তা। লেবানন (Lebanon Attack) থেকে হালে যে ভাবে রকেট আছড়ে পড়েছে, তার পাল্টা দিতে তৈরি ইজরায়েলি ডিফেন্স ফোর্স। ফল? বৃহস্পতিবার গভীর রাত থেকে তেতে গাজার আকাশ।
অশান্তি চলছেই...
ইজরায়েল-প্যালেস্তাইন অশান্তি বিশ্বের অন্যতম চর্চিত সমস্যা। ইতিহাস বলছে, অতীতে পড়শি দেশগুলির সঙ্গে প্রায়ই যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছে ইজরায়েলকে। আবার বহু সময়ে পুরোদস্তুর যুদ্ধ না হলেও রকেট-হানা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া- লেগেই থাকে ওই অঞ্চলে। হালের অশান্তির সূত্রপাতও কয়েকদিন আগে। অভিযোগ, ইজরায়েল পুলিশের সঙ্গে কদিন আগেই জেরুজালেমের অল আকসা মসজিদে জমায়েত প্যালেস্তিনীয়দের অশান্তি হয়। তার পর থেকেই নতুন করে সমস্যা শুরু হয়েছে।
কী ছবি?
ইজরায়েলের সেনা জানিয়েছে, লেবাননের দিক থেকে বৃহস্পতিবারই অন্তত ৩৪টি রকেট ধেয়ে আসে। ২০০৬ সালে ইজরায়েল এবং হেজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে ৩৪ দিনের যে যুদ্ধ হয়েছিল. তার পর এটিই লেবাননের মাটি থেকে ইজরায়েলকে সবচেয়ে বড় আক্রমণের চেষ্টা। যার পর ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর হুঙ্কার, 'দেশের শত্রুদের কড়ায় গন্ডায় এর মূল্য চোকাতে হবে।' প্রধানমন্ত্রীর হুঙ্কারবাণীর কিছু পরেই ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে গাজার মাটি। একটা, দুটো, তিনটে...আকাশপথে ধেয়ে আসতে থাকে ক্ষেপণাস্ত্র। বিবৃতি দিয়েছে চরমপন্থী জঙ্গি সংগঠন 'হামাস'-ও। বক্তব্য় একটাই। 'এই হিংসার জন্য ইজরায়েল দায়ী, পরিণতির জন্যও তারাই দায়ী থাকবে।' 'জবরদখলের' বিরুদ্ধে সমস্ত প্যালেস্তিনীয় গোষ্ঠীকে ঐক্যবদ্ধ হতেও আহ্বান জানিয়েছে 'হামাস'।
ক্ষয়ক্ষতি...
ইজরায়েের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৫টি রকেট 'ইন্টারসেপ্ট' করতে পেরেছে তারা। ৫টি মাটিতে আছড়ে পড়তে পেরেছে। তাদের সেনা মুখপাত্রের কথায়, 'হামাসও হতে পারে, ইসলামি জেহাদি গোষ্ঠী হতে পারে। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। কিন্তু হেজবুল্লাহ যে নয়, সেটি মোটামুটি নিশ্চিত।' তবে হেজবুল্লাহ যে এই আক্রমণ সম্পর্কে জানত, সে ব্যাপারে নিশ্চিত ইজরায়েল। এমনকি লেবাননের ভূমিকাও উড়িয়ে দিচ্ছে না তেল আভিভ। যদিও ইরানের ঠিক কী ভূমিকা রয়েছে, সেটা জানার চেষ্টা চলছে। লেবাননের তদারকি প্রধানমন্ত্রী নাজিব মিকাটি অবশ্য এই হামলার পর তাঁর দেশে কোনও ধরনের আলোড়নের জল্পনা উড়িয়ে দিয়েছেন। ইজরায়েলি আপৎকালীন পরিষেবা সূত্রে খবর, এখন পর্যন্ত এই হামলায় জখমের সংখ্যা দুই। কিন্তু যে ভাবে হানা-পাল্টা হানা চলছে, তাতে ফের চিন্তার মেঘ আন্তর্জাতিক মহলে। দু-তরফকে সংযমের বার্তা দেওয়া হয়েছে এর মধ্যে।
আরও পড়ুন:সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, ট্রেন চলাচল বন্ধ শিয়ালদা-বজবজ লাইনে