নয়া দিল্লি: আরএসএস প্রধান মোহন ভাগবত নাগপুরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেছিলেন যে কোনও নির্দিষ্ট দল ব্রিটিশদের কাছ থেকে ভারতের স্বাধীনতার কৃতিত্ব নিতে পারে না, কারণ এটি অসংখ্য ব্যক্তি এবং গোষ্ঠীর কাজের ফলাফল।
আরএসএস প্রধান মোহন ভাগবত জোর দিয়ে বলেছেন যে ১৮৫৭ সালের বিদ্রোহের পর দেশজুড়ে স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বলে উঠেছিল। আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, "কার প্রচেষ্টায় দেশ স্বাধীনতা অর্জন করেছে তা নিয়ে সর্বদা বিতর্ক থাকে। কিন্তু বাস্তবতা হল এই স্বাধীনতা কেবল একজন ব্যক্তির কারণে আসেনি। এর জন্য প্রচেষ্টা ১৮৫৭ সালে শুরু হয়েছিল এবং সর্বত্র আগুন জ্বলে উঠেছিল; এরপর, আগুন কখনও নিভে যায়নি। প্রচেষ্টা অব্যাহত ছিল, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীনতা অর্জন করেছি"।
মোহন ভাগবত স্বাধীনতা সংগ্রামে অসংখ্য ব্যক্তি ও গোষ্ঠীর অবদানের কথা উল্লেখ করেছেন। কারও নাম না করেই এই ধারণাকে প্রত্যাখ্যান করেছেন তিনি। আরএসএস প্রধানের কথায়, এই অর্জনের জন্য যে কোনও একটি সত্তা একচেটিয়া কৃতিত্ব নিতে পারে না।
তিনি এও বলেন, এটি ব্যক্তিগত প্রশংসার বিষয় নয়। ঠিক যেমন আরএসএস সদস্যদের সম্মিলিত পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আরএসএসের সর্বোচ্চ পদ হল একজন সাধারণ স্বেচ্ছাসেবকের পদ।
স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ টেনেই তিনি বলেন, একজন স্বেচ্ছাসেবকের জীবন মানুষের মধ্যে থাকা এবং তাদের কর্তব্য পালনের সময় আবেগে পরিপূর্ণ থাকে। নিঃস্বার্থ সেবায় নিয়োজিত হতে উৎসাহিত করেন। সেখানেই প্রকৃত সুখ বলে দাবি করেছেন তিনি। আরএসএস প্রধান এও বলেন, "কেউ আসুক বা না আসুক, আমি প্রতিদিন আরএসএস শাখায় সমাবেশ করি, নিজের সমস্যাগুলি একপাশে রেখে অন্যদের সাহায্য করে চলি।"