নয়াদিল্লি: ধর্ম, সংস্কৃতি নির্বিশেষে ভারতের ১৩০ কোটি মানুষের সকলকেই হিন্দু বলে মনে করে আরএসএস। বললেন মোহন ভাগবত। সঙ্ঘ পরিবারের প্রধান সওয়াল করেছেন, ধর্ম ও সংস্কৃতি যা-ই হোক না কেন, যাদের মনে জাতীয়তাবাদী চেতনা, ভারতের সংস্কৃতি, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা আছে, তারা সবাই হিন্দু এবং আরএসএস দেশের ১৩০ কোটি মানুষকেই হিন্দু বলে গণ্য করে। গোটা সমাজটাই আমাদের এবং আরএসএসের এমন এক ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলাই লক্ষ্য।
তিনি বলেছেন, ভারতমাতার একজন সন্তান, তিনি যে ভাষাতেই কথা বলুন, দেশের যে অংশেরই হোন, যেভাবেই পুজো-প্রার্থনা করুন বা আদৌ পুজো-প্রার্থনায় বিশ্বাস না-ই করুন, তিনি হিন্দু। এই বিচারে সঙ্ঘের চোখে ভারতের ১৩০ কোটি জনগণই হিন্দু সমাজ। আরএসএস সকলকেই সমান ভাবে গ্রহণ করে, তাদের মঙ্গল চিন্তা করে এবং কল্যাণের জন্য তাদের উন্নত পর্যায়ে নিয়ে যেতে চায় বলেও দাবি করেন ভাগবত।
বুধবার তেলঙ্গানার আরএসএস সদস্যদের তিনদিনের বিজয় সংকল্প শিবিরের অংশ হিসাবে আয়োজিত জনসভায় ভাগবতের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী রামদাস আঠওয়ালে বলেছেন, আমরা সবাই হিন্দু, কথাটা বলা ঠিক নয়। এমন এক সময় ছিল, যখন আমাদের দেশে প্রত্যেকে ছিলেন বৌদ্ধ। হিন্দুধর্ম আসার পর আমরা হিন্দু রাষ্ট্র হলাম। উনি যদি বলতেন, প্রত্যেকে আমাদের, তবে সেটা ভাল হোত।