নয়াদিল্লি: দুই দেশের যুদ্ধ হোক বা গৃহযুদ্ধে বিধ্বস্ত কোনও দেশ। অথবা অন্য কোনও কারণ। বিদেশের মাটিতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সবসময় এককদম আগে থেকেছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। এখন পরিচালন টাটার হাতে গেলেও এর আগে দীর্ঘসময় এই বিমানসংস্থা ছিল সরাসরি ভারত সরকারের অধীনে। কয়েক দশক ধরে একাধিকবার এই কাজ করে এসেছে এয়ার ইন্ডিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে একবার দেখে নেওয়া যাক এয়ার ইন্ডিয়ার সাফল্যের ইতিহাস।


অগস্ট, ১৯৯০
কুয়েত আক্রমণ করল সাদ্দাম হোসেনের ইরাক। সেই সময় কুয়েতে আটকে পড়ে লক্ষাধিক ভারতীয়। দীর্ঘ কূটনৈতিক দৌত্যের পর টানা দুমাস ধরে চলে নাগরিকদের ঘরে ফেরানোর কাজ। অসামরিক বিমানে উদ্ধারকাজ চালানোর এই কাজ জায়গা পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।


মে, ১৯৯৪
গৃহযুদ্ধে ছারখার ইয়েমেন। সেখানে আটকে বিপুল সংখ্যক ভারতীয়। আসরে নামে এয়ার ইন্ডিয়া। মুম্বই থেকে বিশেষ বিমান মাস্কট হয়ে যায় ইয়েমেনের রাজধানী সানায়। ঘরে ফেরেন আটকে পড়া ভারতীয়রা।


সেপ্টেম্বর, ১৯৯৬
সংযুক্ত আরব আমিরশাহি (united arab emirates) থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে এয়ার ইন্ডিয়ার বিমান


অক্টোবর, ১৯৯৭
এবার সৌদি আরব। সেখান থেকে ফেরত আসতে হত ভারতীয়দের। ফের মুশকিল আসান এয়ার ইন্ডিয়া। 


জুলাই, ২০০৬
ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধল লেবাননের। লেবাননে আটকে ছিলেন অসংখ্য ভারতীয় নাগরিক। যুদ্ববিধ্বস্ত এলাকায় আটকে পড়া ভারতীয় উদ্ধার করতে ব্যবহার হয় এয়ার ইন্ডিয়ার বিমানের। প্রথমে সাইপ্রাসে আনা হয় তাঁদের। সেখান থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে ঘরে ফেরেন তাঁরা। 


মার্চ, ২০১১
ইজিপ্টে প্রবল রাজনৈতিক দোলাচল। সেই সময়েই ইজিপ্টে আটকে পড়েছিলেন এগারোর হাজারেরও বেশি ভারতীয় নাগরিক। বিশেষ বিমানে করে কায়রো থেকে ফিরিয়ে আনা হয় তাঁদের।


আগস্ট, ২০১৪
গৃহযুদ্ধ বাঁধল লিবিয়ায়। আটকে পড়েছিলেন সেখানে কাজের সূত্রে যাওয়া বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক। তাঁদের উদ্ধার করতে তিউনিশিয়া থেকে বিশেষ বিমান চালায় এয়ার ইন্ডিয়া।


এপ্রিল, ২০১৫
ফের ইয়েমেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে ফিরিয়ে আনতে ব্যবহার হয় এয়ার ইন্ডিয়ার বিমান। 


জানুয়ারি ও ফেব্রুয়ারি, ২০২০
সবে দেখা দিয়েছে কোভিডের দাপট। চিনের উহান তখন কোভিডের খাসতালুক। আটকে পড়া ভারতীয় ফিরিয়ে আনতে ভরসা হল এয়ার ইন্ডিয়ার বিমান।    


মে, ২০২০
কোভিড আবহে বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফেরাতে বন্দে ভারত মিশনের অধীনে কাজ করে চলেছে এয়ার ইন্ডিয়ার বিমান।


অগস্ট, ২০২১
আফগানিস্তানের দখল নিচ্ছে তালিবান। প্রবল ডামাডোল ভারতের পড়শি দেশে। সেদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে আসরে নামল এয়ার ইন্ডিয়াও। ভারতীয় বিমান বাহিনীর বিমানে কাবুল থেকে তাজিকিস্তানে আনা হল আটকে থাকা ভারতীয়দের। সেখান থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে ফিরলেন নাগরিকরা। 


আরও পড়ুন: রাশিয়ার দখলে ইউক্রেন রাজধানী কিভের বিমানবন্দর, ক্রমশ বিছিন্ন হচ্ছে যোগাযোগ