নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে পড়ে প্রবল সঙ্কটে সে দেশে থাকা একাধিক ভারতীয়। যুদ্ধ শুরুর পর আটদিন হয়ে গেলেও এখনও সেদেশ থেকে সব নাগরিককে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ইতিমধ্য়েই রাশিয়ার বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ারও। 


পূর্ব ইউক্রেনের খারকিভ শহরের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তার জন্য একাধিক নির্দেশ জারি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence)।  কোথাও যাতায়াতের জন্য সবসময় সাদা পতাকা বা কাপড় (white flag) রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যসঙ্কট এড়ানোর জন্য রেশন করে খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খাবার ও জল জমিয়ে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। হাতের কাছে একটি ব্যাগ রাখতে বলা হয়েছে। যেখানে থাকবে নানা প্রয়োজনীয় সামগ্রী। সেখানে কী কী থাকবে তার একটি তালিকাও দেওয়া হয়েছে। সেখানে রাখতে বলা হয়েছে পাসপোর্ট এবং পরিচয়পত্র। প্রয়োজনীয় ওষুধ, জীবনদায়ী ওষুধ। রাখতে বলা হয়েছে টর্চ, দেশলাই, মোমবাতির মতো সামগ্রী। হালকা খাবার, জল এবং শীতবস্ত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভব হলে কিছু নগদ রাখার পরামর্শও দেওয়া হয়েছে। অনেকসময়েই খোলা জায়গায় রাত কাটাতে হচ্ছে অনেক ভারতীয় নাগরিককে। তাঁদের জন্য মাটিতে পাতার মতো কিছু জিনিস রাখতে বলা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে একা একা কোথাও যেতে বারণ করা হয়েছে ভারতীয় নাগরিকদের। দলবেঁধে যাতায়াত করতে বলা হয়েছে। কেউ কোথাও গেলে আরেকজনকে সবসময় জানিয়ে রাখার কথাও বলা হয়েছে। সম্ভব হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নয়াদিল্লির কন্ট্রোলরুমে তাঁরা ঠিক কোন জায়গায় রয়েছেন সেই বিষয়ে তথ্য পাঠানোর কথা বলা হয়েছে প্রতিরক্ষা দফতরের তরফে। সম্ভব হলে রাশিয়ান ভাষায় কিছু শব্দ শেখার পরামর্শও দেওয়া হয়েছে। যাতে রাশিয়ান সৈন্যের মুখোমুখি হলে কথা বলা যায়।


এছাড়াও আরও তিনটি পরামর্শ দেওয়া হয়েছে--
মাটিতে পড়ে থাকা কোনও অস্ত্র বা বোমা তোলা যাবে না
কোনও সামরিক গাড়ি, বা কোনও সেনার সঙ্গে ছবি বা সেলফি তোলা যাবে না
যুদ্ধের সময়ের ছবি তুলতে বারণ করা হয়েছে। সাইরেন শোনামাত্র কোনও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।


খারকিভে বিমানহানার আশঙ্কা করা হয়েছে। ভারী গোলাবর্ষণের আশঙ্কাও রয়েছে সেই শহরে। এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সেই কারণেই এমন পরামর্শ। যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের নানা পড়শি দেশ যেমন রোমানিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনে আটকে পড়়া ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে ভারত সরকার। 


আরও পড়ুন: অষ্টম দিনে ইউক্রেনের একাধিক শহরে 'কব্জা', দাবি রাশিয়ার