লন্ডন: ইউক্রেন আক্রমণ করায় রাশিয়ার নিন্দায় মুখ খুলেছে একাধিক দেশ। রাশিয়ার সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চও। এবার রাশিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করার অভিযোগ তুলল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওই মানবাধিকার সংস্থার অভিযোগ, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের হাসপাতাল ও স্কুলে ক্লাস্টার বোমা (cluster bomb) নিক্ষেপ করেছে। তাতে মারা গিয়েছেন বেশ কয়েকজন।


সংবাদ সংস্থা সূত্রে খবর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের (amnesty international) দাবি উত্তর-পূর্ব ইউক্রেনে বাচ্চাদের একটি স্কুলে ক্লাস্টার বোমা ছুড়েছে রাশিয়ার সেনা (russian army)। ওই স্কুলটি সাধারণ নাগরিকদের শেল্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বোমার আঘাতে তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাটি। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে তাদের দাবিষ। বিষয়টিকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 
সংস্থার সেক্রেটারি জেনেরাল অ্যাগনেস ক্যালামার্ডের (agnes callamard) একটি বিবৃতিতে জানিয়েছেন, 'কোনও ঘনবসতিপূর্ণ এলাকায় ক্লাস্টার বোমা (cluster bomb) নিক্ষেপের কোনও যৌক্তিকতা থাকতে পারে না।'


কী এই ক্লাস্টার বোমা?
এই ধরনের বোমাগুলি অনেকটা ছররা বন্দুকের গুলির মতো কাজ করে। মিসাইলের মাধ্যমে ক্লাস্টার বোমা নিক্ষেপ করলে সেটি আকাশে বিস্ফোরণ ঘটায়। সেখান থেকে ছোট ছোট অসংখ্য বোমা লক্ষ্যবস্তুর উপর আঘাত হানে। অনেকসময় ছোট ছোট বোমাগুলি মাটিতে পড়তেই ফাটে না। তখন তাতে কোনওভাবে পা পড়লে বা গাড়ির চাকার সংস্পর্শে  এলে বিস্ফোরণ ঘটতে পারে।


ক্লাস্টার বোমা ব্যবহার ও উৎপাদন বন্ধের জন্য ২০০৮ সালে একটি কনভেনশন (convention) হয়েছিল। তাতে সই করেছিল ১০০টি দেশ। যদিও তখন তাতে সই করেনি রাশিয়া ও ইউক্রেন। আরও একটি আন্তজার্তিক মানবাধিকার সংস্থার দাবি, পূর্ব ইউক্রেনের একটি হাসপাতালেও ক্লাস্টার বোমা (cluster munition)দিয়ে আঘাত হেনেছে রাশিয়ান বাহিনী। তাতেও জখম হয়েছেন সাধারণ নাগরিকরা। 


ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও। বিশ্ব আদালতে (world court) রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ওষুধ সহ মানবিক সাহায্য পাঠাচ্ছে ভারত