নয়া দিল্লি: ১৯ দিন কেটে গেল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জারি। সমাধান খুঁজতে আজ দুই দেশের প্রতিনিধিরা ফের বৈঠকে বসেন। কিন্তু, চতুর্থ দফার সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। আগামিকাল ফের বৈঠকে বসবে দুই দেশ। এরই মধ্যে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত। শুধু মারিওপোলেই আড়াই হাজারের বেশি নাগরিক মারা গেছেন বলে দাবি ইউক্রেনের।
বিশ্বজোড়া উদ্বেগ, প্রতিবাদ, ত্রিপাক্ষিক হোক বা দ্বিপাক্ষিক আলোচনা। ইউক্রেনে আক্রমণ থামাচ্ছে না রাশিয়া। ইউক্রেনের একের পর এক শহরে স্রেফ ধ্বংসাবশেষের ছবি। ডনেৎসকের রাজপথে মৃতদেহের সারি। ইউক্রেন যুদ্ধের ১৯ দিন, যখন-তখন হামলা চালাচ্ছে রাশিয়া। পরিস্থিতি এতটা ভয়াবহ যে, ইউক্রেনের বিভিন্ন শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
খারকিভে ক্রমাগত রকেট হামলা চলছে। বিধ্বস্ত ইউক্রেনের ডনবাস শহর। আরপিন শহরে বহুতলগুলি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। শহরের প্রায় ৩০ শতাংশ এলাকা রাশিয়ার সেনার দখলে চলে গেছে বলে দাবি করছে ইউক্রেন। রাশিয়ার সেনা এখন ধীরে ধীরে এগোচ্ছে ইউক্রেনের রাজধানী কিভের দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরামর্শদাতা ওলেক্সি অ্যারেস্টোভিচের দাবি, শুধুমাত্র মারিওপোলেই রাশিয়ার হামলায় আড়াই হাজারের বেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
যুদ্ধ শুরু হওয়া থেকে এখনও অবধি ৯০ জন শিশুও প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতিয়ারেজ জানিয়েছেন, যুদ্ধ থামাতে তিনি ভারত, ফ্রান্স, জার্মানি, ইজরায়েল-সহ একাধিক দেশের সঙ্গে সমন্বয় রেখে চলছেন। তাঁর আবেদন, হিংসা বন্ধ করে অবিলম্বে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজতে হবে দুই দেশকে।
সোমবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভিডিও কনফারেন্সে চতুর্থ দফার আলোচনা শুরু হয়। যদিও এদিনের আলোচনা ফলপ্রসূ হয়নি। সমাধানের খোঁজে মঙ্গলবার ফের আলোচনায় বসবে দুই দেশের প্রতিনিধিরা।