খারকিভ: এখনই ছাড়তে হবে খারকিভ। ওই শহরে থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। ইউক্রেনের স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ছটায় মধ্যে সব ভারতীয় নাগরিককে খারকিভ শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনওভাবেই ছাড়তে হবে ওই শহর। সুরক্ষা ও নিরাপত্তার কারণেই এমন নির্দেশ বলে জানানো হয়েছে দূতাবাসের তরফে করা টুইটে। ওই নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব পেসোচিন, বাবায়ে এবং বেজলুদোভকাতে পৌঁছতে বলা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। 


 






এর আগে পোল্য়ান্ডের ভারতীয় দূতাবাস ইউক্রেনে থাকা ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশ জারি করেছিল। যতদ্রুত সম্ভব পোল্যান্ড সীমান্তের দিকে আসতে বলা হয়েছিল, যাতে দ্রুত পোল্যান্ডে আশ্রয় নিতে পারেন ওই ভারতীয় নাগরিকরা। মঙ্গলবাই কিভে থাকা ভারতীয় নাগরিকদের জন্যও এমনই একটি নির্দেশিকা জারি করেছিল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। সেইসময়ও যত দ্রুত সম্ভব কিভ ছাড়তে বলা হয়েছিল ভারতীয় নাগরিকদের। 


ইউক্রেনে রাশিয়ার হামলা করার পরেই প্রবল আতঙ্কে রয়েছেন ইউক্রেনে আটকে পড়া অসংখ্য ভারতীয় নাগরিক। ইতিমধ্য়েই যুদ্ধের মাঝে পড়ে মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর চেষ্টা শুরু করেছে ভারত সরকার। শুরু হয়েছে অপারেশন গঙ্গা। পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি এবং ইউক্রেনের অন্য পড়শি দেশগুলির মাধ্যমে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের বের করানোর চেষ্টা করা হচ্ছে।


প্রায় সপ্তাহখানেক ধরে চলছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। সেনা সংখ্যা, অস্ত্রভাণ্ডারের দিক থেকে ধারেভারে অনেকটা এগিয়ে তাকলেও কড়া টক্কর দিচ্ছে ইউক্রেনের সেনাও। বাহিনী দিয়ে সাহায্য না করলেও অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে আমেরিকা, কানাডা, ব্রিটেন ও আরও বেশকিছু দেশ। 


আরও পড়ুন: পুতিন ভুল ভেবেছিলেন, আমরা তৈরি, হুঁশিয়ারি বাইডেনের