ওয়াশিংটন: ‘রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) পূর্বপরিকল্পনা অনুযায়ী বিনা প্ররোচনায় ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। তিনি কূটনৈতিক মহলের যাবতীয় প্রচেষ্টা খারিজ করে দিয়েছেন। তিনি ভেবেছিলেন, পশ্চিমী দুনিয়া ও ন্যাটো কোনও জবাব দেবে না। তিনি ভেবেছিলেন, আমাদেরও বিভক্ত করে দিতে সক্ষম হবেন। কিন্তু তিনি ভুল ভেবেছেন। আমরা তৈরি।’


স্টেট অফ দ্য ইউনিয়নে প্রথম বক্তৃতায় এই ভাষাতেই পুতিনকে তীব্র আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। তাঁর দাবি, পুতিন যে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন, তার মোকাবিলায় তৈরি মার্কিন যুক্তরাষ্ট্র।


মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেন বলেছেন, ‘আমাদের ইতিহাসে এই শিক্ষা পেয়েছি, যখন একনায়করা তাদের আগ্রাসনের মূল্য দেয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা তৈরি করে। তারা আগ্রাসনের পথে এগিয়ে যেতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের কাছে মূল্য ও আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি বাড়ছে। এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য ন্যাটো তৈরি করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ৩০টি দেশ ন্যাটোর সদস্য। ন্যাটোর গুরুত্ব রয়েছে। মার্কিন কূটনীতিরও গুরুত্ব রয়েছে।’


পুতিনকে আক্রমণ করে বাইডেন আরও বলেছেন, ‘পুতিন ভেবেছিলেন, তিনি সহজেই ইউক্রেন দখল করতে পারবেন এবং সারা বিশ্ব চুপ করে বসে থাকবে। কিন্তু তাঁকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়েছে, যা তিনি ভাবতেই পারেননি। তাঁকে ইউক্রেনের মানুষের মুখোমুখি হতে হচ্ছে।’


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলিদিমির জেলেনস্কির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এই লড়াই প্রসঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টে তাঁর ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, অন্ধকারকে জয় করবে আলো। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত এখানে আছেন। আসুন, আমরা সবাই ইউক্রেন ও সারা বিশ্বকে নির্ভুল ইঙ্গিত পাঠাই। আমরা ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার স্বাধীনতাপ্রিয় দেশগুলিকে নিয়ে পুতিনের মোকাবিলার জন্য জোট গড়ে তুলেছি। পুতিনের মিথ্যা খণ্ডন করার জন্য আমরা সত্য তুলে ধরেছি। এখন পুতিনের কার্যকলাপের জন্য মুক্তবিশ্ব তাঁকে দায়ী করছে।’


মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘আমরা জোটসঙ্গীদের নিয়ে রাশিয়ার উপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা জারি করছি। আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা থেকে আমরা রাশিয়ার সবচেয়ে বড় ব্যাঙ্কগুলিকে বাদ দিচ্ছি। পুতিন যুদ্ধের জন্য ৬৩০ বিলিয়ন মার্কিন ডলারের যে তহবিল গঠন করেছেন, সেটিকে আমরা অকার্যকর করে দিতে পেরেছি। রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক যাতে রুবেল ব্যবহার করতে না পারে, সেটা নিশ্চিত করতে পেরেছি আমরা।’