নয়া দিল্লি: এবার রাশিয়ার দখলে ইউক্রেন রাজধানী কিভের বিমানবন্দর। ধীরে ধীরে আকাশপথেও যোগাযোগ বিচ্ছিন্ন করছে তাঁরা। রাশিয়ার সামরিক বাহিনী বলেছে যে তারা ইউক্রেনের রাজধানীর বাইরে একটি কৌশলগত বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। এই আবহে এবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত তিনি। 


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে বেলারুশের রাজধানী মিনস্কে একটি ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসতে রাজি রয়েছেন তাঁরা। এর আগেও এই দলের সঙ্গে উক্রেন সংকট নিয়ে কয়েক দফা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিনই রাশিয়ার সামনে আলোচনার প্রস্তাব আনেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির। অন্যদিকে, চিনের তরফে জানানো হয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে চিনের প্রেসিডেন্টের কথা হয়েছে। পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি রয়েছেন।


আরও পড়ুন, যুদ্ধের মাঝে নয়া মোড়! চিনা প্রেসিডেন্টের সঙ্গে কথা পুতিনের




রাশিয়ার সামনে আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, " আসুন আমরা আলোচনার টেবিলে বসি। যেন আলোচনা করে মানুষের প্রাণ বাঁচাতে পারি।" তবে এর আগেই রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, একমাত্র ইউক্রেন আত্মসমর্পণ করলেই, তারা আলোচনায় বসতে রাজি। এই পরিস্থিতিতে যে প্রশ্ন বড় হয়ে উঠছে তা হল ইউক্রেন কি এবার আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবে? ভলোদিমির জেলেনস্কি কি ইউক্রেনের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করবেন? কারণ, ইউক্রেনের বর্তমান সরকারকে মেনে নিতে রাজি নয় রাশিয়া। তারা চায় ইউক্রেনে নতুন সরকার তৈরি হোক।                                                


এই পরিস্থিতিতে চিনের তরফেও জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা হয়েছে। পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি। ইউক্রেনে রুশ প্রতিনিধি দল পাঠাতেও প্রস্তুত।