নয়াদিল্লি: ইউক্রেনে হামলা শুরু করতেই রাশিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ। সেনা না নামালেও রাশিয়াকে ঠেকাতে নানাভাবে আর্থিক নিষেধাজ্ঞা চাপাচ্ছে আমেরিকা ও তার সহযোগী দেশগুলি। তারই একটি অস্ত্র সুইফট ফিনান্সিয়াল সিস্টেম (swift financial system) থেকে  রাশিয়ার একাধিক ব্যাঙ্ককে বাদ দেওয়া। ইউরোপিয়ান কমিশন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইংল্যান্ড, কানাডার তরফে একটি যৌথ বার্তায় জানানো হয়েছে, সুইফটের সংযোগ থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলিকে। এর ফলে বিশ্বজুড়ে লেনদেন চালাতে সমস্যা হবে সেগুলির। ধাক্কা খাবে রাশিয়ার বাণিজ্যও। কিন্তু সুইফট আসলে কী?


সুইফট ফিনান্সিয়াল সিস্টেম কী?
SWIFT-এর পুরো কথাটি হল সোস্যাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (Society for Worldwide Interbank Financial Telecommunication)। এটি একটি মেসেজিং সিস্টেম বা বার্তা পাঠানোর উপায় যার মাধ্যমে বিশ্বের অসংখ্য আর্থিক প্রতিষ্ঠান নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় সুইফট। সদর দফতর রয়েছে বেলজিয়ামে। বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাঙ্ক, আমেরিকার ফেডেরাল রিজার্ভ সিস্টেম এবং আরও একাধিক দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এটির পরিচালনার দায়িত্বে রয়েছে। বিশ্বের একাধিক দেশে রয়েছে এর অফিস। বর্তমান সময়ে পৃথিবীজুড়ে ২০০টি দেশের এগারো হাজারেরও বেশি আর্থিক প্রতিষ্ঠান লেনদেনের জন্য সুইফট মেসেজিং সিস্টেমের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য আদানপ্রদান করা হয় সুইফট মেসেজিং সার্ভিসের মাধ্যমে। রফতানি-আমদানির জন্য এবং আরও নানা কারণে বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যে লেনদেন হয়, তার যাবতীয় তথ্য এই পরিকাঠামোর মাধ্যমেই লেনদেন হয়ে থাকে। 


কীভাবে চলে কাজ?
প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানকে ৮ বা ১১ সংখ্যার একটি বিশেষ কোড দেওয়া হয় সুইফটের তরফে। সেই কোডের মাধ্যমে ভিনদেশের দুটি আলাদা ব্যাঙ্কের অ্যাকাউন্টের মধ্যে লেনদেন সংক্রান্ত তথ্য আদানপ্রদান হয়। এইভাবেই চলে লেনদেন। যদিও সুইফট প্ল্যাটফর্ম নিজে কোনও তহবিল দেখভাল করে না।


সমস্যায় পড়বে রাশিয়া?
সুইফট সিস্টেম থেকে রাশিয়ার একাধিক আর্থিক প্রতিষ্ঠানকে বাদ দেওয়ায়, প্রথমেই ধাক্কা খাবে সেদেশের ব্যবসায়িক লেনদেন। রফতানি ও আমদানির জন্য প্রয়োজনীয় লেনদেন, ঋণ এবং বিনিয়োগ সংক্রান্ত কাজে নানা সমস্যায় পড়বে রাশিয়ার সংস্থাগুলি। আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন আটকে যাওয়ায় ব্যবসা তলানিতে গেলে আর্থিক সঙ্কটের মুখে পড়তে পারে রাশিয়া। দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের। রাশিয়ার আয়ের একটি বৃহৎ অংশ নির্ভর করে তেল ও গ্যাস রফতানির উপর। ফলে সুইফট সিস্টেম থেকে বাদ দেওয়ায় রফতানি থেকে প্রাপ্ত আয়ে টান পড়তে পারে রাশিয়া। 


সমস্যায় অন্য দেশও
রাশিয়ার যারা রফতানি করেন, তাঁরাও লেনদেন নিয়ে সমস্যায় পড়বেন। এছাড়া, যে দেশগুলি রাশিয়ার তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। সেগুলিও হোঁচট খেতে পারে।    


যদিও সুইফটের অন্তর্ভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন চালাতে বাধা নেই রাশিয়ার। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে সেগুলির গুরুত্ব এতটাই কম যে তাতে বিশেষ কোনও লাভ হবে না পুতিনের দেশের।


আরও পড়ুন: এবার শুরু সাইবার যুদ্ধ! ইউক্রেনের একাধিক সরকারি ওয়েবসাইট-ব্যাঙ্ক হ্যাক