নয়া দিল্লি: যুদ্ধের ২৩তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। শুক্রবার ক্ষেপণাস্ত্র দিয়ে লভিভ বিমানবন্দরের কাছে আঘাত হানে, এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। যদিও শহরের মেয়র আন্দ্রি সাদোভি জানিয়েছেন যে বিমানবন্দরের কোন ক্ষতি হয়নি। প্রসঙ্গত, এই বিমানবন্দরটি ইউক্রেনের বৃহত্তম বিমানবন্দরগুলির মধ্যে একটি।                                                   

  


সংবাদসংস্থা এএফপির রিপোর্টার বলেন, হামলার পর সারা আকাশে ঘন ধূসর ধোঁয়া দেখা যায়। বিমানবন্দরের দিকে আসা গাড়ি চালকদের বিস্ফোরণের শব্দ শোনার পর নিরাপত্তা বাহিনী চেকপয়েন্ট থেকে দূরে সরিয়ে দেয়।                               


অন্যদিকে, মারিউপোলে থিয়েটার হলে গোলাবর্ষণ হয়। রুশ হামলার হাত থেকে বাঁচতে ওই থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন হাজারখানেক মানুষ। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের চাপা পড়ে আছেন। বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে আশঙ্কা । মারিউপোলের নাপতুনে একটি সুইমিং পুলেও গোলাবর্ষণ হয়। শিশুদের নিয়ে মহিলারা সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছে। খারকিভে ফুড ডিপোয় রুশ গোলায় আগুন ধরে যায়। এদিকে, পরের পর রুশ হামলায় রাজধানী কিভ ভুতুড়ে শহরের চেহারা নিয়েছে। জারি হয়েছে কার্ফু। এর পাশাপাশি, ইউক্রেনের দাবি, গতকাল মুক্তি পেয়েছেন মেলিটোপোলের মেয়র। এর আগে রুশ সেনারা মেয়রকে অপহরণ করেছে বলে অভিযোগ করে ইউক্রেন। একটি ভিডিও বার্তায় মেলিটোপোলের মেয়রকে জেলেনস্কির সঙ্গে কথা বলতেও দেখা যায়। 


এরই মাঝে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালত। রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ। সপ্তাহ দুয়েক আগে ইউক্রেন রাশিয়ার হামলা নিয়ে আন্তর্জাতিক আদালতকে হস্তক্ষেপ করার আবেদন জানায়। ইউক্রেনের অভিযোগ, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ চুক্তি লঙ্ঘন করেছে মস্কো। উল্টে ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যার মিথ্যা অভিযোগ এনে সেটিকে অজুহাত বানিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।


আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ভোট দিলেন ভারতীয় বিচারপতি দলবীর ভাণ্ডারী। এর আগে রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকে ভারত।