কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: নাগরিক পরিষেবা নিয়ে ভিডিও কলের (Video Call) মাধ্যমে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন। দায়িত্ব নেওয়ার পর তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার (Memari Municipality) চেয়ারম্যান। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
কোন এলাকায়, কী সমস্যা রয়েছে? নাগরিক পরিষেবা পেতে কার, কী অসুবিধে হচ্ছে? সেইসব শুনতেই এবার টক টু মেয়রের আদলে, এলাকাবাসীদের সঙ্গে কথা বলবেন পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী।
ভিডিও কলের মাধ্যমে সমস্যা শুনবেন তিনি। ২০১০ সাল থেকে পুরসভার প্রধান পদে রয়েছেন স্বপন বিষয়ী। বুধবার শপথ নিয়ে তৃতীয়বারের জন্য চেয়ারম্যান হয়েই, নতুন সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ীর কথায়, ভিডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলা হবে, সরাসরি অভিযোগ শুনে সমস্যার সমাধান করা হবে, পনেরো দিন অন্তর অফিস টাইমে সেই সুবিধা পাবেন পুর বাসিন্দারা।
শুধু ভিডিও কলেই নয়। হোয়াটসঅ্যাপেও অভিযোগ জানাতে পারবেন বাসিন্দারা। চেয়ারম্যান জানিয়েছেন, এজন্য একটি নম্বর চালু করা হবে। তবে পুরসভার এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি। এলাকাবাসী অবশ্য এসবে পড়তে চান না। সমস্যার সমাধান হলেই তাঁরা খুশি হবেন।
উল্লেখ্য, ঝাড়গ্রাম পুরসভার (Jhargram Municipality) চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন পদে বসলেন দুই মহিলা। যা এখানকার ইতিহাসে প্রথম। এলাকার কথা ভেবে দায়িত্ব নিয়েই চেয়ারপার্সন জানিয়েছেন, তাঁর কাজের অন্যতম অগ্রাধিকার হবে সবুজায়ন।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছি নারী, অর্ধেক তার নর। ঝাড়গ্রাম পুরসভায় এবার নারীশক্তির জয়জয়কার। চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন-দুই পদেই বসলেন মহিলা কাউন্সিলররা।
পুরসভার চেয়ারপার্সন হলেন কবিতা ঘোষ। ভাইস চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন সুখী সোরেন। ১৯৮২ সালে পুরসভা গঠিত হওয়ার পর, এবারই প্রথম এই দুই পদে বসলেন মহিলারা।