মস্কো: রাশিয়ার তৈরি করোনা টিকা "স্পুটনিক ভি"-র তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ সবে শুরু হয়েছে। এরই মধ্যে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন সেপ্টেম্বরেই বাণিজ্যিক ভাবে বাজারে আসছে তাদের প্রতিষেধক। পরীক্ষামূলক প্রয়োগের ফল জানার আগে কেন এ ধরনের ঘোষণা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।


মস্কোর একটি সংবাদপত্র রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রী মিখেইল মুরাসকোকে উদ্ধৃত করে জানিয়েছে, বড় মাপের প্রতিষেধক সরবরাহ সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে। তবে আপাতত তা শুধু রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে।


মস্কোর ওই সংবাদপত্রের খবর অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, একদিকে যেমন উৎপাদন শুরু হয়েছে, তেমন প্রতিষেধকের প্রভাব তার কার্যকারিতা নিয়ে পর্যবেক্ষণও চলছে।


বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরুর মাস খানেক পর, অর্থাৎ অক্টোবর নাগাদ প্রতিষেধক নিয়ে লাগাতার প্রচার শুরুর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ায় টিকা তৈরির বিষয়ে যুক্ত জাতীয় সার্বভৌমত্ব তহবিলের প্রধান।


সেপ্টেম্বরের প্রথমে চিকিৎসক ও পরে শিক্ষিক-শিক্ষিকাদের স্বেচ্ছামূলক ভাবে এই প্রতিষেধক দেওয়া হবে। সেই ক্ষেত্রে সাফল্য এলে তারপরই দেশের বাকি অংশের মানুষদের প্রয়োগ করা হবে।


রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সরগু জানিয়েছেন, সেনাবাহিনীর কর্মীদের এই প্রতিষেধক গ্রহণ বাধ্যতামূলক। ইতিমধ্যেই ২০টি দেশ প্রায় ১ বিলিয়নের বেশি ডোজ ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে বলে রাশিয়া জানিয়েছে।


সবার প্রথমে করোনার প্রতিষেধক তৈরির ঘোষণা করে বিতর্কের মুখে রাশিয়া। তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ শেষ হওয়ার আগে কেন এত তাড়াহুড়ো করে ঘোষণা করা হল, তা নিয়ে সরব হয়েছে নানান মহল।


এই প্রতিষেধকের কার্যকারিতা, প্রভাব ভাল ভাবে বুঝে নেওয়ার আগে তড়িঘড়ি এই টিকা নেওয়া কতটা নিরাপদ হবে সে প্রশ্নও উঠেছে। যদিও রাশিয়ার দাবি সবদিক সুরক্ষিত করেই এবার প্রতি্ষেধকের সরবরাহ শুরু করতে চলেছে তারা।