কলকাতা: তখন তিনি সপ্তম শ্রেণী। পাড়ার এক কন্যেকে দিব্যি লাগত সেই কিশোরের। এক স্কুল, এক পাড়া তবু কিছুতেই যেন বলা হয়ে উঠত না, 'ভালো লাগে'। পায়ে পায়ে পুজো এল। বন্ধুরা সাহস যোগাল, পুজোর সময় নাকি প্রেম প্রস্তাব দেওয়া সহজ হয়। পুজোর ঘোরার সঙ্গীর মোড়কে সেই কিশোরের প্রেম প্রস্তাব পৌঁছল কিশোরীর কাছে। তারপর মা দুর্গার সামনে প্যান্ডেলে প্রেম, ঠাকুর দেখা.. নতুন গান যেন এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে গেল ছেলেবেলার সেই প্রেমে। অনুপম রায়ের (Anupam Roy) মিউজিক ভিডিও 'গা ছুঁয়ে বলছি'-র নায়ক এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে শেয়ার করে নিলেন তাঁর কিশোরবেলার প্রেমের গল্প।
অনুপম রায়ের পুজোর গান 'গা ছুঁয়ে বলছি'-র মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) ও অঙ্গনা রায় (Angana Roy)। পুজোর গান নিয়ে ঋতব্রত বলছেন, 'অনুপমদার সঙ্গে বহুদিনের সম্পর্ক কিন্তু একা অনুপমদার সঙ্গে কখনও কাজ করা হয়নি। পরিকল্পনা ছিল অনেকদিনেরই কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। অনুপমদা নিজেই ফোন করে এই মিউজিক ভিডিওতে অভিনয়ের অফার দেন। গানটা শুনে ভীষণ ভালো লেগেছিল আমার। গোটা গানটায় এত বাঙালিয়ানা রয়েছে যেটা হয়তো বাঙালির আবেগকে ছুঁতে পারে সহজেই। গানটার সুরটাও মন ছুঁয়ে যায়, একটা উদ্দিপনা রয়েছে, তাল রয়েছে গানটায়। এখনও পর্যন্ত মানুষের থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আর অঙ্গনার সঙ্গেও কাজ করার ইচ্ছা আমার অনেকদিনের। 'তানসেনের তানপুরা' দেখার পর থেকেই আমি ওর অভিনয়ের ফ্যান। অনুপমদা আর অঙ্গনার সঙ্গে কাজের যে এত সুন্দর একটা শুরু হবে ভাবতে পারিনি।'
সপ্তম শ্রেণীর প্রেমের সেই স্মৃতি এখনও জ্বলজ্বলে ঋতব্রতর মনে, ঠিক গানের মতোই। অভিনেতা বলছেন, 'পুজোর সময় বোধহয় প্রেম প্রস্তাব দেওয়াটা একটু সোজা হয়ে যায়। একটি মেয়েকে অনেকদিন ধরে ভালো লাগত। প্রথম পুজোর সময়েই তাকে প্রেম প্রস্তাব দিয়েছিলাম। সেই পুজোটা তার সঙ্গে ভালোই কেটেছিল। পুজোর পরেও গড়িয়েছিল সেই প্রেম। তবে সপ্তম শ্রেণীর প্রেমে নিছক ছেলেমানুষী থাকে। তখন ল্যান্ড ফোন ছিল। লুকিয়ে ফোন করা, অন্য কেউ ফোন ধরলে নোটস নেওয়ার অজুহাত দেওয়া.. জীবনের এই অধ্যায়টা কম বেশি পার করে এসেছেন সকলেই। অনুপমদার প্রতিটা গানই একেবারে বাঙালির ঘরের গল্প, প্রত্যেকের জীবন ছুঁয়ে গল্প বলে। 'গা ছুঁয়ে বলছি' ও মানুষকে একঝটকায় ফিরিয়ে দেবে সেই কিশোর প্রেমের স্মৃতি।