নয়াদিল্লি: খেলোয়াড় জীবনে সচিন তেন্ডুলকরকে নিজের আদর্শ বলে মনে করতেন বীরেন্দ্র সহবাগ। দু জনেই খেলা ছেড়ে দিয়েছেন। তবে পারস্পরিক সম্পর্কের উষ্ণতা যে একইরকম রয়েছে, সেটা ফের বুঝিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের এই দুই তারকা। ট্যুইটারে তাঁরা খুনসুটিতে মেতে উঠলেন।


 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইডেন টেস্ট জিতে এক নম্বর হওয়ার জন্য ট্যুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানান সচিন। তাঁর এই ট্যুইট দেখেই মজার ছলে পাল্টা ট্যুইট করেন সহবাগ।


 

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন বিষয়ে মন্তব্য করার জন্য বিখ্যাত হয়ে উঠেছেন সহবাগ। এবারও তিনি রসিকতা করেছেন। সচিনকে ‘ঈশ্বর’ বলে উল্লেখ করে সহবাগের আবদার, ধারাভাষ্যকারদেরও প্রশংসা করা উচিত। এতে তাঁরাও উৎসাহিত হবেন। ভারত-নিউজিল্যান্ড সিরিজে হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছেন সহবাগ। সেই কারণেই সচিনের সঙ্গে মজা করেছেন সহবাগ। তিনি বলতে চেয়েছেন, সচিন যেভাবে মাঠে ও মাঠের বাইরে সবসময় ভারতীয় দলের পাশে থাকেন, সেভাবেই ধারাভাষ্যকারদেরও পাশে থাকা উচিত।


 

সহবাগের এই ট্যুইট দেখে সচিন তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘তথাস্তু’।


 

এরপরেও মজা করতে ছাড়েননি সহবাগ। সচিনও মজার ছলেই জবাব দেন।