পোস্টারে ‘আহত’ হয়েছে ধর্মীয় অনুভূতি, মুক্তির আগেই ফের বিতর্কে আলিয়া, মহেশের সড়ক ২

সড়ক ২ মহেশের ’৯১-এর ব্লকবাস্টার ছবি সড়ক-এর সিকোয়েল। এর মাধ্যমে ২০ বছরেরও বেশি সময় পরে ফের পরিচালনায় দেখা যাবে মহেশকে।

Continues below advertisement
মুম্বই: সড়ক ২ ছবির একটি পোস্টারে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করার দায়ে মহেশ ভট্ট, মুকেশ ভট্ট এবং আলিয়া ভট্টের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের হল। উত্তর প্রদেশের সিকান্দারপুরের বাসিন্দা জনৈক আচার্য চন্দ্রকিশোর পরাশর এই অভিযোগ করেছেন। ৮ তারিখ এ ব্যাপারে শুনানি। ছবির পরিচালক মহেশ, তাঁর ভাই প্রযোজক মুকেশ, ও মহেশের মেয়ে আলিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ও ১২০বি ধারায় ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ছবির পোস্টারে যেভাবে কৈলাস মানস সরোবরের ছবি দেখানো হয়েছে তাতে ধর্মীয় অনুভূতি আহত হয়েছে বলে পরাশরের অভিযোগ। সড়ক ২ মহেশের ’৯১-এর ব্লকবাস্টার ছবি সড়ক-এর সিকোয়েল। এর মাধ্যমে ২০ বছরেরও বেশি সময় পরে ফের পরিচালনায় দেখা যাবে মহেশকে। সড়ক-এর নায়ক নায়িকা ছিলেন সঞ্জয় দত্ত এবং মহেশের বড় মেয়ে পূজা ভট্ট। তাঁরা রয়েছেন এই ছবিতেও। এছাড়া আছেন মহেশের দ্বিতীয় পক্ষের সন্তান আলিয়া ও বিদ্যা বালানের দেওর আদিত্য রায় কপূর। মঙ্গলবার ছবির পোস্টার মুক্তির সময় আলিয়া মহেশের বয়ানে লিখিত একটি চিরকুট পড়ে জানান, কেন মানস সরোবরের ছবি পোস্টারে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, সময়কে জয় করা কৈলাস পর্বতে দেবতা ও ঋষিদের পদচিহ্ন পড়েছে। কৈলাস ঈশ্বরের ঈশ্বর মহাদেবের বাসস্থান। আমাদের কি তাহলে আর কিছু চাই? না ওই পবিত্র জায়গায় অভিনেতাদের নিয়ে যেতে হত? সময়ের শুরু থেকে কৈলাসে মানুষ তার আশ্রয় খুঁজে পেয়েছে। এখানেই সব সন্ধান শেষ হয়। সড়ক ২ ভালবাসার একটি রাস্তা। সড়ক-এর এই সিকোয়েল আপনাদের সর্বশ্রেষ্ঠ ভালবাসার তীর্থক্ষেত্রে নিয়ে যাবে। কিন্তু এত কিছুতেও যে বরফ গলেনি তা স্পষ্ট হয়ে গেল এই মামলাতেই।
Continues below advertisement
Sponsored Links by Taboola