নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে তুলনা করলেন 'ইশা ফাউন্ডেশনে'র সদগুরু জগ্গি বাসুদেব। কোয়েম্বত্তূরে 'ইশা ফাউন্ডেশনে'র শিবরাত্রি অনুষ্ঠানে উপস্থিত হন শাহ। সেখানেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন সদগুরু। সদগুরুর মতে, গোটা দেশকে যেভাবে একসুতোয় বেঁধে রেখেছেন শাহ, দেশের ঐক্য যেভাবে ধরে রেখেছেন, তাতে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার পটেলের সঙ্গে তুলনা চলে  শাহের। (Sadhguru Praises Amit Shah)


শাহের প্রশংসায় সদগুরু বলেন, "প্রত্যেক সরকারেই মন্ত্রী থাকেন। তবে স্বাধীনতার পর যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হন, তাঁকে ছাড়া দেশ এত মজবুত হতো না। আপনারা জানেন আমি কার কথা বলছি। সেই সময় দাঁড়িয়ে, জাতীয় ঐক্যকে ঘরে রাখতে পটেল যা করেছিলেন, তা স্বাধীনতা উত্তর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি না থাকলে আমরা একটি দেশ হতাম না।" (Amit Shah)


পটেলের সঙ্গে শাহের তুলনা টেনে সদগুরু বলেন, "সেই সময় সর্দার পটেল যেভাবে দেশকে একসুতোয় গেঁথেছিলেন, আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও কিছুটা সেই পথেই এগিয়েছেন।"



শিবরাত্রির অনুষ্ঠানে ডাক পেয়ে সদগুরুকে ধন্যবাদ জানান শাহও। তিনি বলেন, "আজ এখানে ডাক পেয়ে কৃতজ্ঞ আমি। সোমনাথ থেকে কেদারনাথ, পশুপতিনাথ থেকে রামেশ্বরম, কাশী থেকে কোয়েম্বত্তূর, গোটা দেশ শিবময় আজ। প্রয়াগরাজে মহাকুম্ভ শেষ হয়েছে। কিন্তু কোয়েম্বত্তূরে এখনও ভক্তির মহাকুম্ভ চলছে। মহা শিবরাত্রি কোনও উৎসব নয়, আত্মচেতনার অবকাশ।"


শাহ আরও জানান, 'ইশা যোগা সেন্টার কোনও ধর্মস্থান নয়, সেটি মুক্তির স্থল।' আদিযোগীর মূর্তিকে আধ্যাত্মিক যাত্রার মাধ্যম বলেও উল্লেখ করেন। তরুণ সমাজকে আধ্যাত্মিকতার সঙ্গে বেঁধে রাখতে 'ইশা ফাউন্ডেশন' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান।



আন্তর্জাতিক যোগ দিবস পালনের সূচনা ঘটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভূমিকা পালন করেছিলেন, একই ভাবে যোগব্যায়ামের প্রচারে সদগুরুর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে জানান শাহ। আদিযোগীর মাধ্যমে যোগকে সদগুরু নতুন মোড়কে সকলের সামনে তুলে ধরেছেন বলে মত শাহের।