কলকাতা: সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেখ হাসিনার একটি বক্তব্য ভাইরাল রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্য়াগ করার পরে সেটিই শেখ হাসিনার (Sheikh Hasina Statement) বার্তা বলে প্রচারিত হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু সংবাদমাধ্যমেও তার উপর ভিত্তি করে খবর হয়েছে। কিন্তু সেই বক্তব্য নিয়ে চাঞ্চল্যকর দাবি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের। ১১ অগাস্ট রাত ১০টা বেজে ২৫ মিনিটে তিনি X হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন-


সম্প্রতি একটি সংবাদপত্রে আমার মায়ের পদত্যাগ-বার্তা দাবি করে একটি লেখা প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যে এবং বিকৃত। আমি একটু আগেই মায়ের সঙ্গে কথা বলে জেনেছি যে তিনি ঢাকা ছাড়ার আগে বা তার পরে ওই ধরনের কোনও বার্তা দেননি।


 






সম্প্রতি একটি বার্তা প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেটি শেখ হাসিনার বার্তা বলে প্রচার করা হয়েছে। দাবি করা হয়েছে, পদত্যাগের পর শেখ হাসিনা ওই দাবিগুলি করেছেন। সেখানে দাবি করা হয়েছে যে শেখ হাসিনা তাঁর এই পরিণতির জন্য, বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য আমেরিকার দিকে আঙুল তুলেছেন। তিনি না কি দাবি করেছেন যে, যদি আমেরিকার কথা শুনে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ তিনি আমেরিকার হাতে তুলে দিতেন তাহলে এই পরিণতি হতো না, আওয়ামি লীগের সরকারও বেঁচে যেত। বিভিন্ন জায়গায় এমনও বক্তব্য উঠেছিল যে এই দ্বীপটি নিয়ে সেখানে সামরিক শিবির তৈরি করতে চেয়েছিল আমেরিকা। তাতে বাধা দেওয়ায় নাকি শেখ হাসিনা সরকারকে উৎখাতের পরিস্থিতি তৈরি করা হয়। যদিও এই দাবি সপক্ষে কোনও সত্যতা কোথাও মেলেনি। আমেরিকার তরফেও এই দাবি নস্যাৎ করা হয়েছে। সজীব যে পোস্ট করেছেন তাতে তিনি স্পষ্ট লেখেননি কোন দাবি কথা বলছেন। কিন্তু সম্প্রতি শেখ হাসিনার নাম করে এই বার্তাটিই প্রচারিত হয়েছে, তাই মনে করা হচ্ছে সেই বিষয়টি নিয়েই তাঁর ক্ষোভ জানিয়েছেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: আরজি কর কাণ্ডে কড়া শাস্তি চান সৌরভ, কী বললেন শহরের নিরাপত্তা নিয়ে?