কলকাতা: তুলা থেকে মীন- এই ৬ রাশির জাতকদের জীবন কেমন কাটবে সোমবার?


তুলা - কালকের রাশিফল (Tula Rashi)
ভাল দিন হতে চলেছে এই দিনটি। কাজের জায়গায় ক্ষমতা বাড়বে। ঠিক কাজে শক্তি ব্যবহার করলে ফল আরও ভাল হবে। কারও কাছ থেকে টাকা ধার করবেন না। নয়তো সমস্যার মুখোমুখি হবেন। সন্তানের দিকে বিশেষভাবে মনোযোগ দিন। নয়তো ভুল সঙ্গে পড়ে যেতে পারে। কোনও শুভ কারণে পরিবারে লোকজনের যাতায়াত বাড়তে পারে।  


বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
দিনটি শুভ হতে চলেছে। বাড়ির ছোটদের সঙ্গে মজা করে দিন কাটাবেন। কোনও সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন। সকলেই আপনার পরিবারের লোকজনের প্রশংসা করবেন। কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে।  


ধনু রাশি - কালকের রাশিফল  (Dhanu Rashi)
আগামীকাল আপনার কোনও কারণে সমস্যা হতে পারে। বাড়ির সদস্যের মধ্যে মতবিরোধ থাকতে পারে। তাতে মানসিক চাপ বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আরও দায়িত্বের বোঝা বাড়তে পারে। ভালভাবেই সেগুলি সম্পূর্ণ করতে পারবেন। কাজের জন্য কোথাও যেতে হতে পারে। কোনও ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।


মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)
পরিবারের সমস্য়ার দিকে মনোযোগ দেবেন। বিনিয়োগের সময় তাড়াহুড়ো করবেন না। কোনও বিষয়ে চিন্তা থাকলে তা এবার চলে যাবে। জীবনসঙ্গীর কাছ থেকে কোনও উপহার পেতে পারেন।


কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)
কোনও শুভ কর্মসূচিতে অংশ নিতে পারেন। কাজের জন্য দূরযাত্রায় যেতে হতে পারে। জীবনসঙ্গীর জন্য, আপনি আপনার কর্মজীবনে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা কাটিয়ে উঠতে আপনাকে একজন বন্ধুর সাথে কথা বলতে হতে পারে। যদি কোনও ঋণ নিয়ে থাকেন তাহলে তা এদিন  ফেরত দিতে হবে। সাবধানে গাড়ি চালান। 


মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)
যে কোনওরকম বিতর্ক থেকে দূরে থাকুন। বাড়ির কোনও সদস্যের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য শুনতে পারেন।   


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: আরজি কর কাণ্ডে কড়া শাস্তি চান সৌরভ, কী বললেন শহরের নিরাপত্তা নিয়ে?