কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনার শেষ নেই। ধোনি নিজে তাঁর অবসর নিয়ে উচ্চবাচ্য না করলেও টুইটারে #ধোনিরিটায়ার্স রীতিমত ট্রেন্ড করছে। এ নিয়ে প্রচণ্ড অসন্তুষ্ট সাক্ষী ধোনি। টুইট করে এই আলোচনা বন্ধ রাখার অনুরোধ করেছেন তিনি।

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে পরাজয়ের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে নেই ধোনি। তারপর থেকেই জল্পনা চলছে, এবার কি ধোনি তাঁর ক্রিকেট গ্লাভস তুলে রাখতে চলেছেন? মাসকয়েক আগে কিছু সংবাদমাধ্য়ম খবর করে, ধোনি অবশেষে খেলা ছাড়তে চলেছেন।


যদিও তিনি নিজে এ ব্যাপারে কিছু বলেননি। গতকাল একটি টুইটার হ্যান্ডল এ ব্যাপারে ২ মাসের পুরনো রিপোর্টগুলি তুলে আনে, আগুনের মত টুইটারে ছড়িয়ে যায় #ধোনিরিটায়ার্স।

দেখুন কিছু টুইট





এরপর রেগেমেগে আসরে নামেন এমএসের স্ত্রী সাক্ষী ধোনি। তিনি লেখেন, এ সবই গুজব! বুঝতে পারছি, লকডাউন মানুষকে পাগল করে দিয়েছে! #ধোনিরিটায়ার্স.. গেট আ লাইফ!


যদিও এই টুইট পরে ডিলিট করে দেন তিনি। ফলে ফের সংশয় তৈরি হয় ধোনির ভবিষ্যৎ নিয়ে।

মনে করা হয়েছিল, এ বছরের আইপিএলে ধোনিকে দেখা যাবে। কিন্তু করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। ফলে ফের প্রশ্ন ওঠা শুরু হয়েছে, ভারতীয় দলে ধোনির ফেরার সম্ভাবনা আদৌ আছে কি?