মুম্বই: অভিনেতা সলমন খানকে খুনের হুমকি, মোটা টাকা দাবি করার অভিযোগে গ্রেফতার আরও এক। এবার মুম্বই থেকে এক ব্যক্তিকে গ্রেফয়তার করল পুলিশ। বুধবারই নতুন করে সলমনকে খুনের হুমকি দেওয়া হয়। সেই নিয়ে তদন্তে নেমে ২৪ ঘণ্টার কাটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে সফল হল মুম্বই পুলিশ। প্রাণে বাঁচতে চাইলে সলমনকে ২ কোটি টাকা দিতে হবে বলে দাবি করেছিলেন ধৃত ওই ব্যক্তি। (Salman Khan)


বুধবারই মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে সলমনের নামে নতুন করে হুমকি আসে। অজ্ঞাত পরিচয় নম্বর থেকে সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। প্রাণে বাঁচতে চাইলে সলমনকে ২ কোটি টাকা দিতে হবে বলে দাবি আসে। সেই নিয়ে তদন্তে নেমে রাতে বান্দ্রা ইস্টের বাসিন্দা আজম মহম্মদ মুস্তাফাকে গ্রেফতার করে পুলিশ। (Mumbai Police)


এর আগে, মঙ্গলবার নয়ডা থেকে বছর ২০-র এক তরুণকে গ্রেফতার করা হয়। তিনি সলমন এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির ছেলে, বান্দ্রা ইস্টের বিধায়ক জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দেন বলে জানা যায়। সেই তরুণের নাম ছিল মহম্মদ তয়াব। সে-ও সলমন এবং জিশান, দু'জনের কাছ থেকে মোটা টাকা মুক্তিপণ দাবি করেছিল।


এই প্রথম বার নয় যদিও, লাগাতার খুনের হুমকি পেয়ে চলেছেন সলমন। এর আগে, ২০২২ সালে খুনের হুমকি পান সলমন। মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টে, তাঁর বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছে সমুদ্র সৈকতে চিঠি রেখে যান অজ্ঞাত পরিচয় কেউ। ২-২৩ সালের মার্চ মাসে ইমেল মারফত সলমনকে খুনের হুমকি দেন গ্যাংস্টার গোল্ডি ব্রার। এবছরের গোড়া থেকে একের পর এক হুমকি পেয়ে চলেছেন সলমন। এমনকি বছরের গোড়ায় পানভেলে তাঁর ফার্মহাউসেও ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ঢোকার চেষ্টা করেন দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি।


এ বছর এপ্রিল মাসে গ্য়াংস্টার লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাংয়ের সদস্যরা সলমনের বাড়ির বাইরে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। সেই রেশ কাটতে না কাটতেই, গত ১২ অক্টোবর খুন হন বাবা সিদ্দিকি। সলমনের ঘনিষ্ঠ বলেই পরিচিত বাবা সিদ্দিকি, তাঁর পরিবারের লোকজন। প্রায় তিন দশক আগে 'হম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ায় সলমনের। বিশ্নোই সম্প্রদায়ের আরাধ্য হরিণ হত্যার জন্যই সলমনকে জহুমকি বলে জানান লরেন্স এবং তাঁর গ্যাংয়ের সদস্যরা। প্রাণে বাঁচতে হলে সলমন ক্ষমা চেয়ে নিন, এমন দাবিও তোলেন কেউ কেউ। কিন্তু সলমনের বাবা সেলিম খান জানিয়েছেন, যে অপরাধ করেনইনি সলমন, তার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না।