পরে জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি বিমানসংস্থার গ্রাউন্ড স্টাফ। তিনি অবশ্য পুলিশে এখনও কোনও অভিযোগ করেননি। তবে ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করে জেনেছে, এটা সত্যি। রাধে ছবির শ্যুটিংয়ে সলমন এখন গোয়ায়। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন রণদীপ হুডা ও দিশা পাটানি। জানা গিয়েছে, ছবির মিনিট ২০-র একটি অ্যাকশন দৃশ্যের জন্য খরচ হয়েছে সাড়ে সাত কোটি টাকা। সলমনকে শেষ দেখা গিয়েছে দাবাং ৩ ও ভারত ছবিতে। দুটিই হিট তবে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। সেলফি তুলতে ব্যস্ত ফ্যানের মোবাইল কেড়ে নিলেন সলমন, ভাইরাল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2020 05:28 PM (IST)
পরে জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি বিমানসংস্থার গ্রাউন্ড স্টাফ। তিনি অবশ্য পুলিশে এখনও কোনও অভিযোগ করেননি।
মুম্বই: অনুমতি ছাড়া তাঁর সঙ্গে সেলফি তোলার সাহস করেছেন। রাগের চোটে জনৈক ফ্যানের ফোনই কেড়ে নিলেন সলমন খান। সেই ফোন ফ্যান ভদ্রলোক আর ফেরত পেয়েছেন কিনা জানা যায়নি। এ ব্যাপারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সলমন গোয়া বিমানবন্দর থেকে বার হচ্ছেন। তাঁর আগে আগে হাঁটা একজন তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। রেগে আগুন সাল্লুভাই ছিনিয়ে নেন ফোন। ওই ভদ্রলোক ফোন ফেরত নিতে দু’পা এগিয়ে এলে সলমনের দেহরক্ষী ঠেলে সরিয়ে দেন তাঁকে।