ওয়াশিংটন: ভারতের সঙ্গে হাত মিলিয়ে করোনা টিকা তৈরি করছে আমেরিকা। আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা বৈজ্ঞানিক এবং গবেষক হিসেবে অসাধারণ। এভাবেই ভারতের উচ্ছ্বসিত প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  টুইট করে ট্রাম্প জানিয়েছেন, তাঁর দেশ করোনার সঙ্গে লড়তে ভারতের হাতে ভেন্টিলেটর তুলে দেবে।


ট্রাম্প বলেছেন, এই অতিমারীর সময় আমরা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে আছি। তাঁর আশা, এ বছরের শেষেই করোনা টিকা বাজারে পাওয়া যাবে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে অপারেশন ওয়ার্প স্পিড, কাজ যাতে দ্রুত এগোয় সে জন্য এর মাথায় একজন প্রাক্তন ফার্মা এক্সিকিউটিভকে বসানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। হোয়াউট হাউসে করোনা টিকা তৈরি সংক্রান্ত বিষয়ে তিনি উত্তর দিচ্ছিলেন। তখনই ট্রাম্প বলেছেন, অল্পদিন আগে আমি ভারত থেকে ফিরেছি, ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি আমরা। আমেরিকায় বিরাট সংখ্যক ভারতীয় বসবাস করেন, তাঁরা অনেকে করোনা টিকা তৈরিতে ব্যস্ত। এঁরা শ্রেষ্ঠ বৈজ্ঞানিক এবং গবেষক।

তিনি আরও বলেন, ভারত অসাধারণ দেশ, আপনাদের প্রধানমন্ত্রী আমার অত্যন্ত ভাল বন্ধু।

এর আগে ভারত করোনার ওষুধ হিসেবে আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট পাঠায়। এ জন্য ট্রাম্প ধন্যবাদ জানান ভারতকে।