নয়াদিল্লি: স্মার্টফোন কোম্পানি স্যামসাং সম্প্রতি তাদের নয়া স্মার্টফোন Samsung Galaxy F62 ভারতের বাজারে লঞ্চ করেছে। এই দারুণ স্মার্টফোনের আজ প্রথম সেল, অর্থাৎ আজ থেকে এই ফোন কেনা যাবে। আজ বেলা ১২ টা থেকে সেল ই-কমার্স সাইট ফ্লিপকার্টে শুরু হয়ে যাবে। এছাড়াও এই ফোন স্যামসাংয়ের অনলাইন স্টোর, রিলায়েন্স ডিজিটাল ও কিছু নির্দিষ্ট জিও স্টোর থেকেও কেনা যেতে পারে। দেখে নেওয়া যাক-এই ফোনের দাম, অফার ও স্পেসিফিকেশন সম্পর্কে।
Samsung Galaxy F62 যদি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কেনেন , তাহলে আড়াই হাজার টাকার ডিসকাউন্ট মিলবে। ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে সাত শতাংশ সুবিধা মিলতে পারে। এছাড়াও ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডেও পাঁচ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক দেওয়া হবে। সেইসঙ্গে প্রতিমাসে ৪,০০০ টাকা ইএমআই-এ এই ফোন কেনা যেতে পারে। শুধু তাই নয়, ব্যাঙ্ক অফ বরোদার মাস্টারকার্ড ডেবিট কার্ডে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ফোন ক্রয়ের ক্ষেত্রে ১৬,৫০০ টাকার এক্সচেঞ্চ অফারও থাকছে। Samsung Galaxy F62 -এর 6GB র্যাম ও 128GB ইন্টারন্যাল স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। অন্যদিকে, 8GB র্যা ম ও 128GB ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা।
Samsung Galaxy F62 –র স্পেসিফিকেশন
Samsung Galaxy F62-এ রয়েছে ৬.৭ ইঞ্চি সুপার OMLED ডিসপ্লে। এই ফোন 6GB, 8GB র্যা ম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে কাজ করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে সাত ন্যানোমিটার প্রোসেস টেকনলজি সহ Exynos 9825 প্রোসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোন সবুজ, ধূসর ও নীল-এই তিন রঙে পাওয়া যাচ্ছে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F62-তে কোয়াড কোর রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো , ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল কাট-আউট ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনে রয়েছে 7000mAh-এর শক্তিশালী ব্যাটারি।
কানেক্টিভিটি
কানেক্টিভিটির জন্য ফোনে রয়েছে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ-সি-র মতো ফিচার। ফোনের ডায়মেনশন 76.3 x 163.9 x 9.5 mm এবং ওজন ২১৮ গ্রাম। এতে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট।