নয়াদিল্লি : দেশের মিড রেঞ্জ ক্যাটেগরির ৫জি মার্কেট ধরতে নতুন চমক দিল স্যামসাং। বাজারে এল M42 5G। কোয়াড ক্যামেরার সঙ্গে 750G প্রসেসরের ফোন ঘিরে উৎসাহের অন্ত নেই ক্রেতাদের।


Samsung M42 5G ফোনের স্পেসিফিকেশন


কোম্পানির নতুন এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১-র সঙ্গে ৩.১ ইউজার ইন্টারফেশ। আপডেটেড সফটওয়্যারের সঙ্গে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন ক্রেতাদের কাছে বাড়তি পাওনা। এমনিতেই ডিসপ্লের বিষয়ে স্যামসাঙের প্রতিযোগী খুব কম। নতুন ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে কোম্পানি। ইনফিনিটি ইউ ডিসপ্লে হওয়ায় প্রায় বেজেল লেস এই ফোন।


বাজার ধরতে মিডিয়াটেকের রাস্তায় হাঁটেনি স্যামসাং। উল্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G দেওয়া হয়েছে ফোনে। যার ফলে প্রসেসর স্পিড নিয়ে চিন্তা নেই ক্রেতাদের। ৫জি মডেলে ৮জিবি RAM ও ১২৮ জিবির ইনবিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে। যা ১ টিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।


মিড রেঞ্জ ক্যাটেগরি হলেও ক্যামেরাতে সমঝোতা করেনি স্যামসাং। নতুন ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। ৮ মেগাপিক্সলের সেকেন্ডারি সেন্সর রয়েছে ফোনে। এ ছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সলের ম্যাক্রো ও ৫ মেগাপিক্সলের ডেপথ সেন্সর । ভালো সেলফি তোলার জন্য রয়েছে ২০ মেগাপিক্সলের ক্যামেরা। নাইট মোড, স্লো মোশন , সিঙ্গল টেক ফিচার পাওয়া যাবে এই ফোনে।


১৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে M42 5G-তে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি। কোম্পানি দাবি করছে, সিঙ্গল চার্জে, টানা ৩৪ ঘণ্টা ভিডিয়ো প্লেব্যাক ছাড়াও ২২ ঘণ্টা ইন্টারনেট ব্রাউজিং করা যাবে ফোনে। ওই এক চার্জেই টানা ৩৬ ঘণ্টা কথা বলতে পারবেন ইউজার। 


Samsung M42 5G ফোনের দাম


Samsung M42 5G মডেলের সবথেকে কম স্টোরেজ মডেলের দামা রাখা হয়েছে ২১.৯৯৯ টাকা। সেখানে পাওয়া যাচ্ছে ৬জিবি RAM ও ১২৮ জিবির ইন্টারনাল স্টোরেজ। বাকি ৮ জিবি ১২৮ জিবি মডেলের দাম ২৩,৯৯৯ টাকা রেখেছে কোম্পানি। তবে এই দাম থাকলেও ইনট্রোডাক্টারি প্রাইস দিচ্ছে স্যামসাং। সেক্ষেত্রে ফোনের বেস মডেলের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। পয়লা মে থেকে অ্যামাজনে শুরু হচ্ছে সেল। হাই স্টোরেজ মডেলের ক্ষেত্রেও রয়েছে অফার। সেক্ষেত্রে ৮ জিবি , ১২৮ জিবি মডেল কিছু দিনের জন্য পাওয়া যাবে ২১,৯৯৯ টাকায়।