নয়াদিল্লি: দুর্দান্ত ডিসপ্লে আর শক্তিশালী প্রসেসর নিয়ে বাজারে এসে পড়ল স্যামসাংয়ের এস সিরিজের নয়া স্মার্টফোন। গ্যালাক্সি এস২০, এস২০প্লাস ও এস২০আল্ট্রা ফোন নিয়ে এসেছে স্যামসাং। তিনটি ফোনের আলাদা আলাদা দাম নির্ধারিত করেছে তারা।
এই তিনটি ফোনে ৫জি সাপোর্ট ছাড়াই সহজে কাজ করে Exynos 990। তবে তিনটি ফোন কিন্তু এক ধরনের নয়, বেশ পার্থক্য রয়েছে। এদের ডিসপ্লে সাইজ ক্যামেরা ও ব্যাটারির ক্ষমতা আলাদা আলাদা।
স্যামসাং এস২০ আল্ট্রা-র স্ত্রিন ৬.৯ ইঞ্চি, রয়েছে ১৬ জিবি র্যাম। আবার এস২০ প্লাসে দুর্দান্ত হার্ডওয়্যার রয়েছে। তিনটি ফোনেরই কাচের ডিজাইন দারুণ ইন্টারেস্টিং। রয়েছে ইনফিনিটি-ও ডিসপ্লে। গ্যালাক্সি এস২০প্লাস পাওয়া যাচ্ছে ধূসর, নীল ও কালো রঙে। ছিপছিপে, হালকা এই ফোন হাতের তালুতে পুরোপুরি ফিট করে যাচ্ছে। তিনটি ফোনেই রয়েছে কোড ক্যামেরা।
আবার গ্যালাক্সি এস২০-র ডিসপ্লে দুর্দান্ত। এ বছর যত অ্যান্ড্রয়েড ফোন বাজারে এসেছে সব থেকে ভাল এর ডিসপ্লে। ৬.৭ ইঞ্চি কড এইচডি প্লাস ডায়ানামিক এমোলেড ২এক্স ডিসপ্লে দিয়ে এই ফোন বাজারে ছাড়া হয়েছে।
গ্যালাক্সি এস২০প্লাস-এ রয়েছে কড ক্যামেরা সেটআপ। এতে ক্য়ামেরা আছে এফ২.০ অ্যাপারচারের সঙ্গে। ক্যামেরা হল ১২ মেগাপিক্সল ওয়াইড অ্যাঙ্গল। তিন ফোনেরই ব্যাটারি পাওয়ার দারুণ। গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এই ফোনগুলি।
বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এস২০ প্লাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2020 09:46 PM (IST)
তিন ফোনেরই ব্যাটারি পাওয়ার দারুণ। গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এই ফোনগুলি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -