রাষ্ট্রপুঞ্জ: করোনা সঙ্কট সামলানোর ফাঁকে আন্তর্জাতিক ক্ষেত্রে সাহায্য পাঠানোর জন্য রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত সহ অন্যান্য দেশকে স্যালুট জানালেন। কুয়েত, মালদ্বীপের মত দেশে সেনা চিকিৎসকদের পাঠিয়ে করোনা মোকাবিলায় সহায়তা করছে ভারত।
ভারত বিভিন্ন দেশে করোনা মোকাবিলায় যে সাহায্য পাঠাচ্ছে সে ব্যাপারে গুতেরেসের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মহাসচিব এই জীবাণুর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে হাতে হাত মিলিয়ে লড়াইয়ের পক্ষপাতী। অর্থাৎ যে দেশই অন্য দেশকে সাহায্যের জায়গায় আছে, তার সেটা করা উচিত। যারা তা করছে, তাদের আমরা স্যালুট জানাচ্ছি।
শুধু সেনা চিকিৎসক পাঠানোই নয়, সার্ক এবং আমেরিকা, ব্রাজিল, ইজরায়েল সহ বেশ কয়েকটি দেশে ওষুধ পাঠাচ্ছে ভারত। যদিও আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো নিয়ে বিরোধী দলগুলি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে।
করোনা সঙ্কটেও অন্যান্য রাষ্ট্রকে সাহায্য পাঠানোর জন্য ভারতকে স্যালুট রাষ্ট্রপুঞ্জ প্রধানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2020 07:18 PM (IST)
শুধু সেনা চিকিৎসক পাঠানোই নয়, সার্ক এবং আমেরিকা, ব্রাজিল, ইজরায়েল সহ বেশ কয়েকটি দেশে ওষুধ পাঠাচ্ছে ভারত।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -