নয়াদিল্লি: স্যামসাং নিয়ে আসছে তাদের নয়া স্মার্টফোন গ্যালাক্সি এম৪১। এতে ব্যাটারি ৬,৮০০ মেগাহার্টজ। ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এতে।
এই ফোন স্যামসাং গ্যালাক্সি এম৪০-র আপগ্রেডেড মডেল বলে জানা যাচ্ছে। এতে ৬.৬৭ ইঞ্চির ফ্লেক্সিবল ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে হবে ফুলএইচডি+রেজলিউশন (১০৮০X২৩৪০ পিক্সল)। ফোনে থাকতে পারে ৬জিবি র‍্যাম। এই ফোন কাজ করবে Exynos ৯৬৩০ প্রসেসরে। স্যামসাং গ্যালাক্সি এম৪১-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে ৬৪ মেগাপিক্সল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড সেন্সর ও ৫ মেগাপিক্সলের ডেপথ সেন্সর থাকতে পারে।


এই ফোন কাজ করবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। অ্যামাজনে স্যামসাং এম৪০-র দাম ১৫,৯৯৯ টাকা। তাই এই ফোনের দামও এর আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।