কলকাতা: চিনের ইনার মঙ্গোলিয়ায় ফের বিউবোনিক প্লেগের দেখা মিলল। এখানে একজনের শরীরে এই রোগ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। এ নিয়ে ৮ মাসেরও কম সময়ে তিনজনের শরীরে এই ছোঁয়াচে রোগ সংক্রমিত হয়েছে।
গত নভেম্বরে বেজিং ও ইনার মঙ্গোলিয়ায় আরও ২ জনের শরীরে ছোঁয়াচে নিউমোনিক প্লেগ ধরা পড়ে। এবার ইনার মঙ্গোলিয়ার বায়ান্নুর পুরসভার স্বাস্থ্য কমিশন জানিয়েছে, তাদের উরাদ মিডল ব্যানার এলাকার একটি হাসপাতালে ভর্তি এক মেষপালকের শরীরে বিউবোনিক প্লেগ ধরা পড়েছে। রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। এই প্রদেশের উত্তরে কয়েক মাস আগে দুজন এমনই অসুখে আক্রান্ত হন।
বায়ান্নুর প্রশাসন প্লেগ রুখতে তৃতীয় পর্যায়ের সতর্কতা জারি করেছে, তা চলবে এ বছরের শেষ পর্যন্ত। স্থানীয় বাসিন্দাদের প্রতি নির্দেশিকা জারি করে তারা বলেছে, যে সব জন্তু থেকে প্লেগ ছড়ায় তা তাঁরা যেন শিকার না করেন, এবং না খান। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতেও বলা হয়েছে। পার্বত্য মূষিক সহ অন্যান্য জন্তু মারা হলে বা তা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখলে তখনই যেন প্রশাসনকে খবর দেওয়া হয়, কারও প্লেগ হয়েছে বলে সন্দেহ হলেও যেন রিপোর্ট করা হয়। এছাড়া কারও কারণ ছাড়াই ধুম জ্বর এলে বা অকারণে কারও মৃত্যু হলেও খবর দিতে বলা হয়েছে।
প্লেগ তিন রকমের- ১. ব্যাকটিরিয়া ঘটিত ইয়ারসিনিয়া পেসটিস ২. যাতে রক্ত দূষণ ঘটে, বিউবোনিক এবং ৩. নিউমোনিক, যা ফুসফুসকে আক্রমণ করে।
ইনার মঙ্গোলিয়ার বিশাল জায়গায় নিয়মিত প্লেগ সংক্রমণ হয়। এখানকার মানুষ ইঁদুর ও খরগোশের মত প্লেগ আক্রান্ত জীবজন্তু খান, সে সবের সংস্পর্শে আসেন। এর ফলে মানব শরীরে এখানে প্লেগের হার অত্যন্ত বেশি বলে জানা গিয়েছে।
স্বাস্থ্য পরিষেবার অবস্থা শোচনীয়, করোনার পর চিনের ইনার মঙ্গোলিয়ায় প্লেগ সংক্রমণের আশঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2020 11:50 AM (IST)
ইনার মঙ্গোলিয়ার বিশাল জায়গায় নিয়মিত প্লেগ সংক্রমণ হয়। এখানকার মানুষ ইঁদুর ও খরগোশের মত প্লেগ আক্রান্ত জীবজন্তু খান, সে সবের সংস্পর্শে আসেন। এর ফলে মানব শরীরে এখানে প্লেগের হার অত্যন্ত বেশি বলে জানা গিয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -