নয়াদিল্লি: শিগগিরই ৫জি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে স্যামসাং। গ্যালাক্সি এ৭১-এর ৫জি ভ্যারিয়েন্ট নিয়ে আসছে তারা। এই ফোনেপর ৪জি ভার্সন এখন পাওয়া যাচ্ছে। কিন্তু আগামী দিনে সব মোবাইল সংস্থাই ৫জি-তে চলে যাচ্ছে, তাই তারাও আর দেরি করতে রাজি নয়।
এই ফোনে ফুল এইচডি এবং সুপার এমোলেড প্লাস ইনফিনিটি-ও ডিসপ্লে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ৬৪ মেগাপিক্সল প্রাইমারি, ১২ মেগাপিক্সল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গল, ৫ মেগাপিক্সল, ৫ মেগাপিক্সলের দুটি ম্যাক্রো ক্যামেরা থাকবে। সেলফির জন্য ৩২ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এতে থাকছে ২.২ গিগাহার্টজ অক্টা-কোর স্যামসাং অ্যাক্সিনোস, ৯৮০ প্রসেসর। গ্রাফিক্সের জন্য লাসি-জি৭৬ জিপিইউ। ৬ জিবি/৮ জিবি র্যা মের সঙ্গে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজের সুবিধে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা আবার ১টিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে ডুয়াল সিম ৪জি বিওএলটিই-র সঙ্গে ৫জি সাপোর্ট মিলবে। পাওয়ারের জন্য রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ১০-এ কাজ করবে এই ফোন।
এর দাম শুরু হচ্ছে ৩১,৫০০ টাকা থেকে।
বাজারে এই ফোনের প্রতিদ্বন্দ্বী আইকু ৩। ১২জিবি+২৫৬জিবি ৫জি মডেলের এই ফোনের দাম ৪৪৯৯০ টাকা। এতে ৬.৪৪ ইঞ্চির ই৩ সুপার অমোলেড ডিসপ্লে রয়েছে। এছাড়া আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর।
শাওমি-ও শিগগিরই নিয়ে আসছে মি ১০ স্মার্টফোন। ভারতের স্মার্টফোন বাজারে শাওমি পরিচিত নাম কিন্তু সমস্যা হল তাদের দাম নিয়ে। বারবার অভিযোগ উঠেছে শাওমি-র ফোনের দাম গুণমানের থেকে অনেক বেশি। মি ১০ লঞ্চের সময়েও এই সমস্যা তাদের ভোগাতে পারে বলে মনে করা হচ্ছে।