কলকাতা:কোয়েল মল্লিকের মা হওয়ার পর আবারও খুশির খবর এল টলিউডে। সুখবর দিলেন রাজশ্রী জুটি।
বিয়ে হয়েছে ২ বছর।  ২০১৮ সালে চারহাত এক হয় পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। বিয়ের পর থেকে সবসময়ই লাইমলাইটে টলিউডের এই জুটি। তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দিকেও নজর থাকে সকলের। পারিবারিক নানা মুহূর্তও তাঁরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে থাকেন। সেই পোস্টগুলিতে উপচে পড়ে কমেন্ট। মঙ্গলবার তাঁর বিয়ের ২ বছর পূর্ণ হল। আর এই শুভ মুহূর্তেই একটি দারুণ খবর শেয়ার করলেন টলিউডের জনপ্রিয় জুটি।
জানালেন, মা হতে চলেছেন শুভশ্রী। তিনি লিখলেন, 'আমরা অন্তঃস্বত্ত্বা'।
এই বছরই জন্ম নেমে তাঁদের সন্তান। ইঙ্গিত তাঁদের ছবিতেই।  দেখুন।
এই খবরে শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে তাঁদের কমেন্ট বক্সে।



এর আগে রাজের মায়ের সঙ্গে শুভশ্রীর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। তার থেকেই বোঝা যায়, রাজের পরিবারের সঙ্গে তাঁর বন্ধন বেশ মধুর।