মুম্বই: বড়দিনের আগেই মালদ্বীপ গিয়েছেন সারা আলি খান। এখনও ফেরেননি, সেখানেই ছুটি কাটাচ্ছেন। সঙ্গে রয়েছেন ভাই ইব্রাহিম।

হাতে জ্যুস আর কাপ কেক নিয়ে সমুদ্রতীরে সারা।


সুইমিং পুলে দুই ভাইবোন।


নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন সারা। তাতে তাঁকে মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বারে দেখা যায়।


সারা এখন লাভ আজ কাল-এর সিকোয়েলের শ্যুটিং করছেন। কুলি নাম্বার ওয়ান এর সিকোয়েলেও দেখা যাবে তাঁকে।