সঞ্চয়ন মিত্র, কলকাতা: সরস্বতী পুজোর বাজারে আগুন। ফল থেকে সব্জি, অনেক কিছুরই চড়া দাম। একে জ্বালানির দাম প্রতিদিনই রেকর্ড গড়ছে। এই অবস্থায় কপি, বেগুন থেকে শশা, আপেলের দাম দেখে ক্রেতাদের মাথায় হাত।


সরস্বতী-বন্দনায় কাঁটা অগ্নিমূল্য বাজার! সরস্বতী পুজোর বাজার করবেন কী, সব্জিতে হাত দিলেই ছ্যাঁকা লাগার উপক্রম। অগ্নিমূল্য বাজারের জেরে আয়োজনের আড়ম্বরেও কিছুটা ভাটা। করোনা পরিস্থিতিতে  এমনিতেই অনেকের পকেটে টান।  তার ওপর বাগদেবীর আরাধনায় মধ্যবিত্ত ক্রেতাকে এ বারও চোখ রাঙাচ্ছে আগুন দাম৷ গড়িয়াহাট বাজারে এক ক্রেতার কথায়, ‘‘দাম বেশি ! কী কিনব বুঝতে পারছি না ৷’’


সোমবার গড়িয়াহাটের খুচরো বাজারে সরস্বতী পুজোয় প্রয়োজনীয় কুল বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। আপেলের কেজি ১২০ থেকে ১৫০ টাকা। শশার দাম ৪০ থেকে ৮০ টাকা কেজি। শাঁকালু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা দরে। 


এ তো গেল ফলের বাজার। একই অবস্থা সব্জির বাজারেও। ২০ টাকা দরে বিক্রি হয়েছে ১টি ফুলকপি।  বাঁধাকপির দাম কেজিপ্রতি ২০ টাকা।  বেগুন বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। রাঙাআলুর কেজি ৫০ থেকে ৬০ টাকা। ৪০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে সাদা শিম। মটরশুঁটি বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। 


পেট্রোল-ডিজেলের দাম ভারতে সর্বকালীন পর্যায়ে পৌঁছে গেছে! রান্নার গ্যাসের দামও প্রায় আটশো টাকা! এই অবস্থায় ফল ও সব্জির দামও এভারেস্ট ছুঁতে চললে, সাধারণ মানুষ কোথায় যাবেন?