কলকাতা: সপ্তাহ দু'য়েক আগেই সুপার কাপ (Super Cup 2025) দিয়ে মরশুম শুরুর কথা জানিয়ে দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবার সেই টুর্নামেন্টের গ্রুপবিন্যাসও জানিয়ে দেওয়া হল। আগামী মাসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সুপার কাপের গ্রুপ লিগ পর্বেই দেখা যাবে ভারতীয় ফুটবলের সেরা দ্বৈরথ, কলকাতা ডার্বি। গ্রুপ ‘এ’- তে একই সঙ্গে রয়েছে কলকাতার দুই হেভিওয়েট ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও ইস্টবেঙ্গল এফসি (East Bengal)।
মোট ১৬টি দলকে নিয়ে হবে এ বারের সুপার কাপ আয়োজিত হচ্ছে। এর মধ্যে ১২টি দলই ইন্ডিয়ান সুপার লিগের। আই লিগের চারটি দলও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এই ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে চারটি করে দল থাকছে। কোন গ্রুপে কোন দল থাকবে, তা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হল।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ যোগ্যতা অর্জনকারী দু’টি দল মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়াকে দুই বাছাই দলের তকমা দেওয়া হয়েছে। এই দুই দল রয়েছে যথাক্রমে ‘এ’ ও ‘বি’ গ্রুপে।
সুপার কাপের কোন গ্রুপে কারা রয়েছে:
গ্রুপ ‘এ’: মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, চেন্নাইন এফসি, রিয়েল কাশ্মীর এফসি,
গ্রুপ ‘বি’: এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, ইন্টার কাশী এফসি,
গ্রুপ ‘সি’: বেঙ্গালুরু এফসি, মহমেডান এসসি, পাঞ্জাব এফসি, গোকুলম কেরল এফসি,
গ্রুপ ‘ডি’: মুম্বই সিটি এফসি, কেরল ব্লাস্টার্স এফসি, হায়দরাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড এফসি।
এই চারটি গ্রুপের প্রতিটির শীর্ষে শেষ করা দলগুলিই কেবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠবে। এই টুর্নামেন্টে জিতলে বাড়তি হিসাবে থাকছে মহাদেশের লড়াইয়ে মাঠে নামার সুযোগ। সুপার কাপ চ্যাম্পিয়নরা ২০২৬-২৭ মরশুমে এএফসি চ্যাাম্পিয়ন্স লিগ ২-এর প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করবে।
২০১৮-য় প্রথম সুপার কাপ জিতেছিল বেঙ্গালুরু এফসি। ২০১৯-এ ফাইনালে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে ট্রফি জেতে এফসি গোয়া। কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ থেকে ২০২২ পর্যন্ত এই টুর্নামেন্ট হয়নি। ২০২৩ সালে টুর্নামেন্ট ফিরে আসে। সে বার বেঙ্গালুরু এফসিকে হারিয়ে তাদের ক্লাবের ইতিহাসের প্রথম শিরোপা জেতে ওড়িশা এফসি। ২০২৪-এ ইস্টবেঙ্গল এফসি চ্যাম্পিয়ন হয় এবং এ বছর মে মাসে জামশেদপুর এফসিকে পরাজিত করে এফসি গোয়া ফের কাপ জিতে নেয়।