কলকাতা: আপনি নিশ্চয়ই স্মার্টফোন ব্যবহার করেন। আপনার স্মার্টফোনে অনলাইন লেনদেনও নিশ্চয়ই হয়। তাহলে সাবধান! হ্যাকারদের ফাঁদে পা না দিয়ে সুরক্ষিত ভাবে স্মার্টফোন ব্যবহার করুন। নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে যা করবেন এবং যা করবেন না, দেখে নিন-
অ্যাপ ডাউনলোড করার সময় বাড়তি সতর্কতা: থার্ড পার্টি স্টোর থেকে কখনই অ্যাপলিকেশন ডাউনলোড করবেন না। প্লে স্টোর, অ্যাপ স্টোরের মতো স্বীকৃত প্ল্যাটফর্ম থেকেই নিজের পছন্দের অ্যাপ ডাউনলোড করুন। স্বীকৃত নয় এমন স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে আপনার ফোন থেকে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভবনা অনেক গুণ বেড়ে যায়।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন: নিজের স্মার্টফোনের পাসওয়ার্ড শক্তিশালী করুন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে নিজের নাম কিংবা জন্ম তারিখ কখনই ব্যবহার করবেন না।
সময়ে সময়ে স্মার্টফোন আপডেট করুন: প্রয়োজন মতো সময়ে সময়ে নিজের স্মার্টফোন আপডেট করুন। এত আপনি বাড়তি সুরক্ষা পাবেন এবং আপনার তথ্যও সুরক্ষিত থাকবে। এর ফলে হ্যাকাররা সহজে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারবে না।
মেসেজ অ্যাপ ব্যবহার করুন: সবসময় মেসেজিং অ্যাপ ব্যবহার করুই বার্তালাপ করুন। সাধারণ মেসেজের থেকে অ্যাপে কথাবার্তা বলার ক্ষেত্রে তা সুরক্ষিত থাকার সম্ভাবনা অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে মেসেঞ্জার অ্যাপে সেফটি ফিচার্সের সুবিধা পাওয়া যায়। যা ব্যবহার করলে ইউজারের তথ্য তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকে।
যা করবেন না: কখনই হোয়াটসঅ্যাপে নিজের ব্যক্তিগত তথ্য পাঠাবেন না। হোয়াটসঅ্যাপ থেকে তথ্য চুরি হওয়ার আশঙ্কা বেশি, এমনই মত বিশেষকজ্ঞদের।