নয়াদিল্লি:ভারতীয় ক্রিকেটের ধ্রুবতারা, মাঠে কিংবা মাঠের বাইরে সব সময়ই জ্বলজ্বল করছে তাঁর উপস্থিতি। ক্রিকেটে সচিন তেন্ডুলকরকে তাড়া করা গুটি কয়েক ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম একজন এবং সম্ভবত দৌড়ে থাকা প্রথমজন। করোনার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে রয়েছেন তিনি। কিন্তু ‘নিউ নর্মাল’ দিন যাপনে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির উপস্থিতি বেশ উজ্জ্বল। সম্প্রতি অনুষ্কা শর্মা একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় দাড়িপাল্লায় একবারে ‘সোনার মাপে’ খাবার খাচ্ছেন বিরাট কোহলি। কাঁটায় কাঁটায় ১০০ গ্রাম। তার থেকে না বেশি না কম। বিরাট কোহলির ডায়েটের সেই পোহা খাওয়ার ভিডিও সংবাদ শিরোনামেও আসে।



ফিটনেস ফ্রিক বিরাট নিজে সতীর্থ শ্রেয়স আইয়ারের আনা ধোসা খাওয়ার কথাও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “আমার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে থাকা এক প্রতিবেশী আমাদের জন্য ধোসা বানিয়ে এনেছে। অনেক দিন এমন সুস্বাদু ধোসা খাইনি। তোমার মাকে ধন্যবাদ।”





ওই পোস্টে বিরাট এও উল্লেখ করেছেন, শ্রেয়সের বাড়িতে মাশরুম বিরিয়ানি পাঠিয়েছেন মিস্টার কোহলি। সেদিন বিরাট ও শ্রেয়স, ২ জনে মাস্ক পরে যে ছবিটি তুলেছিলেন  সেটি পোস্ট করেই নিজের বক্তব্য তুলে ধরেন ভারত অধিনায়ক। ওই পোস্টে যুজবেন্দ্র চহাল আবার রসিকতা করে লিখেছেন, “আমার বাড়ি মাত্র ১৪০০ কিলোমিটার দূরে। এখানেও তো মাশরুম বিরিয়ানি পাঠাতে পার।”