নয়াদিল্লি: ৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এসবিআই। চাকরিপ্রার্থীরা সরাসরি অনলাইনে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন। আজ, ৬ জুলাই থেকে করা যাবে আবেদন। আবেদনের শেষ তারিখ ২৬ জুলাই ২০২১। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে মোট ৬১০০ শূন্যপদে নিয়োগ করা হবে।
বছরভর বিভিন্ন পদে নিয়োগ করে থাকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ফের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল এসবিআই। চাকরিপ্রার্থীরা কেবলমাত্র একবারই এই পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতামানের জন্য বয়স সহ শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করে দিয়েছে এসবিআই। বলা হয়েছে, বয়স হতে হবে ন্যূনতম ২০। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম স্নাতক।
যোগ্যতমান-
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক হতে হবে।
৩১ অক্টোবর ২০২১ এই তারিখের মধ্যে ন্যূনতম বয়স ২০ বছর, সর্বাধিক বয়স হতে হবে ২৮ বছর।
আবেদনকারীর জন্ম ১ নভেম্বর ১৯৯২ এর আগে এবং ৩১ অক্টোবর ২০০০ সালের পরে হওয়া যাবে না।
সরকারের নিয়ম মেনে তফশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া-
দুটি ধাপে এই পরীক্ষা নেওয়া হবে। প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে স্থানীয় ভাষায় পরীক্ষা হবে।
লিখিত পরীক্ষা পাশ করলেই স্থানীয় ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।
হিন্দি এবং ইংরাজি, দুটি ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র আসবে।
ভুল উত্তরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে।
একেকটি ভুল উত্তরের ক্ষেত্রে এক চতুর্থাংশ নম্বর কাটা হবে।
সম্ভবত অগাস্ট মাসে এই পরীক্ষা হবে।
আবেদন ফি-
সাধারণ, অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য আবেদন ফি ৩০০ টাকা।
তফশিলি জাতি উপজাতির চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি প্রয়োজন নেই।