নয়াদিল্লি: শুক্রবার থেকে যে কোনও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম থেকে দিনের যে কোনও সময়ে ওটিপির মাধ্যমে ১০ হাজার টাকা বা তার বেশি টাকা তুলতে পারবেন গ্রাহকরা।


অর্থাৎ, ১০ হাজার টাকা বা তার বেশি টাকা তুলতে এখন এসবিআই ডেবিট কার্ড ব্যবহারকারীদের নথিভুক্ত মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে। ফলত, এটিএম মেশিনে কার্ড ঢুকিয়ে পিন নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে এই ওটিপি দিলে পরেই ওই গ্রাহক নগদ বের করতে পারবেন।


মূলত, গ্রাহকদের অধিক সুবিধা দেওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছে স্টেট ব্যাঙ্ক। প্রসঙ্গত, সাম্প্রতিককালে, স্টেট ব্যাঙ্কের একাধিক কার্ড জালিয়াতি ও আর্থিক তছরুপের ঘটনা সামনে এসেছে। বহু গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন।


যে কারণে, স্টেট ব্যাঙ্ক এই বিশেষ ব্যবস্থা করে। চলতি বছরের ১ জানুয়ারি, ওটিপি-নির্ভর টাকা তোলার বিষয়টি চালু করে স্টেট ব্যাঙ্ক। এতদিন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই পরিষেবা প্রাপ্ত ছিল। এখন নির্দিষ্ট সময় নয়, দিনের যে কোনও সময় এই সুবিধে পাবেন গ্রাহকরা।


ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে, এর ফলে প্রতারণা থেকে শুরু করে অবৈধ টাকা তোলা, কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং জাতীয় প্রতারণা চক্রের শিকার হওয়া থেকে রক্ষা পাবেন গ্রাহকরা।