নয়াদিল্লি: গ্রাহকদের সুবিধার্থে নতুন উদ্যোগ নিল স্টেট ব্যাঙ্ক (SBI)। এবার থেকে বিনামূল্যে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা (Free Insurance Benefits) নিতে পারবেন ব্যাঙ্কের গ্রাহকরা।সবথেকে বড় বিষয় দেশের বাইরে এই দুর্ঘটনা ঘটলেও বিমার(Insurance)টাকা পাবে পরিবার।
SBI RuPay Jan Dhan Card: স্টেট ব্যাঙ্কের এই সুবিধার ক্ষেত্রে রয়েছে কিছু নিয়ম। ২০১৮ সালের ২৮ অগস্টের আগে কেউ প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট খুললে বিমার টাকা হিসাবে তাঁর পরিবার পাবে ১ লক্ষ। পরবর্তীকালে যারা এই অ্যাকাউন্ট খুলেছেন তাদের পরিবার ২ লক্ষ টাকা পর্যন্ত বিমার টাকা (accident death coverage) পাবে। এই স্কিম কেবল SBI RuPay Jan Dhan Card-এর আবেদনকারীদের জন্যই প্রযোজ্য।
Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY): SBI-এর এই সুবিধা লাভ করার জন্য গ্রাহককে স্টেট ব্যাঙ্কে প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট করতে হবে। আগে থেকে কারও এই যোজনায় অ্যাকাউন্ট থাকলেও সেই ব্যক্তি পাবেন এই সুবিধা। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই অ্যাকাউন্ট শুরু হয়। মূলত, Pradhan Mantri Jan Dhan Yojana(PMJDY)-এর মাধ্যমে সবার জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নেয় সরকার। এখানে কম রোজগেরে গ্রাহকদের জন্য বিমা, পেনশনের লাভের সুবিধা নিয়ে এসেছে কেন্দ্র। আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্যই এই অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে সরকার।
RuPay Debit card: কেন্দ্রীয় সরকারের এই Pradhan Mantri Jan Dhan Yojana(PMJDY)-র মাধ্যমে RuPay Debit card-এর ব্যাবস্থা করা হয়েছে। যেখানে এই কার্ড হোল্ডারদের জন্য থাকছে এমনিতেই ১ লক্ষ টাকা বিমার(accident insurance cover)সুরক্ষা। এ ছাড়াও এই অ্যাকাউন্টের মাধ্যমে কেন্দ্র অথবা রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পান গ্রাহকরা। Direct Benefits Transfer (DBT) স্কিমের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের টাকা পৌঁছে যায় গ্রাহকদের এই অ্যাকাউন্টে।
SBI Jan Dhan account: কীভাবে পাবেন এই সুবিধা ?
বিনামূল্যে এই বিমার সুবিধা পেতে প্রথমে 'ক্লেইম ফর্ম' পূরণ করতে হবে আবেদনকারীকে।সেই ক্ষেত্রে আবেদনকারীর কাছে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট থাকতে হবে। এ ছাড়াও দুর্ঘটনার FIR কপি , ময়নাতদন্তের রিপোর্ট, FSL বা ফরেন্সিক ল্যাব রিপোর্ট, মৃত ব্যক্তির আধার কার্ড থাকতে হবে আবেদনকারীর কাছে। এই বিমার টাকা পাওয়ার জন্য দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে মৃতের পরিবারকে।